১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

বসুন্ধরায় নিউইয়র্ক ম্যাজিক টাওয়ারে র‍্যাবের অভিযান: ৪টি বিদেশী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৬

  • আপডেট: ০১:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ১৮০১১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় নিউইয়র্ক ম্যাজিক টাওয়ার নামের একটি ভবনে বিশেষ অভিযান চালিয়ে ৬ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-২। অভিযানকালে তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল,২টি বিদেশি রিভলবার এবং ১০ রাউন্ড গুলি।

গতকাল শুক্রবার (২৯ আগষ্ট) তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-২।

র‌্যাব বলছে,এই চক্রটি দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করতো। সেইসব অস্ত্র বিভিন্ন অপরাধে ভাড়াসহ কন্ট্রাকে জমি দখল, খুনসহ সব ধরনের অপরাধ সংঘটিত করা হতো।

গ্রেফতারকৃতরা হলো- মো.রকিবুল হাসান ফ্রান্স (৩৫), মো.রিয়াজুল ইসলাম (৩৫),মো.কামরুজ্জামান ওরফে নাইম (২৭),মো.আলম (৩৩),মো.আল-আমিন (৩০) ও মো. নয়ন (৩২)।

শনিবার (৩০আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব জানান র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো.খালিদুল হক হাওলাদার।

মো.খালিদুল হক হাওলাদার বলেন,অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক উদ্ধারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গতকাল (২৯ আগস্ট) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী ব্যক্তিরা অবস্থান করছে। তাদের গ্রেফতারের লক্ষ্যে সেখানে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে র‌্যাব-২ এর আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার নিউইয়র্ক ম্যাজিক টাওয়ার ভবনের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানে আসামিদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন,এসময় আসামিদের বসবাসরত রুমে তল্লাশীকালে ২টি বিদেশী পিস্তল,২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, তারা (আসমিরা) পরস্পর যোগসাজসে ও অসৎ উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামিরা বসুন্ধরা আবাসিক এলাকা,৩০০ ফিট এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে,জমি দখল,চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি,মাদক ব্যবসা সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারন মানুষের মাঝে ভীতির সৃষ্টি করে আসছিল।

আসমিদের অস্ত্র সংগ্রহ ও অপরাধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,গ্রেফতারকৃত আসামিরা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্রগুলো সংগ্রহ করত। এরপর সে অস্ত্রগুলো ভাড়ায় দিতো,আবার নিজেরাও কন্ট্রাকে বিভিন্ন জমি দখল, চাঁদাবাজি,ছিনতাই,ডাকাতি,মাদক ব্যবসা,হত্যাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করতো।

গ্রেফতারের পর আসামি বের হয়ে এসে আবারও অপরাধ করছে। এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এটা বিজ্ঞ আদালতের বিষয়। একজন অপরাধী যতবার অপরাধ করবে আমরা ততোবার অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে আদালতে সোপর্দ করবো। আদালত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বসুন্ধরায় নিউইয়র্ক ম্যাজিক টাওয়ারে র‍্যাবের অভিযান: ৪টি বিদেশী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৬

আপডেট: ০১:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় নিউইয়র্ক ম্যাজিক টাওয়ার নামের একটি ভবনে বিশেষ অভিযান চালিয়ে ৬ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-২। অভিযানকালে তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল,২টি বিদেশি রিভলবার এবং ১০ রাউন্ড গুলি।

গতকাল শুক্রবার (২৯ আগষ্ট) তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-২।

র‌্যাব বলছে,এই চক্রটি দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করতো। সেইসব অস্ত্র বিভিন্ন অপরাধে ভাড়াসহ কন্ট্রাকে জমি দখল, খুনসহ সব ধরনের অপরাধ সংঘটিত করা হতো।

গ্রেফতারকৃতরা হলো- মো.রকিবুল হাসান ফ্রান্স (৩৫), মো.রিয়াজুল ইসলাম (৩৫),মো.কামরুজ্জামান ওরফে নাইম (২৭),মো.আলম (৩৩),মো.আল-আমিন (৩০) ও মো. নয়ন (৩২)।

শনিবার (৩০আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব জানান র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো.খালিদুল হক হাওলাদার।

মো.খালিদুল হক হাওলাদার বলেন,অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক উদ্ধারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গতকাল (২৯ আগস্ট) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী ব্যক্তিরা অবস্থান করছে। তাদের গ্রেফতারের লক্ষ্যে সেখানে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে র‌্যাব-২ এর আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার নিউইয়র্ক ম্যাজিক টাওয়ার ভবনের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানে আসামিদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন,এসময় আসামিদের বসবাসরত রুমে তল্লাশীকালে ২টি বিদেশী পিস্তল,২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, তারা (আসমিরা) পরস্পর যোগসাজসে ও অসৎ উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামিরা বসুন্ধরা আবাসিক এলাকা,৩০০ ফিট এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে,জমি দখল,চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি,মাদক ব্যবসা সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারন মানুষের মাঝে ভীতির সৃষ্টি করে আসছিল।

আসমিদের অস্ত্র সংগ্রহ ও অপরাধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,গ্রেফতারকৃত আসামিরা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্রগুলো সংগ্রহ করত। এরপর সে অস্ত্রগুলো ভাড়ায় দিতো,আবার নিজেরাও কন্ট্রাকে বিভিন্ন জমি দখল, চাঁদাবাজি,ছিনতাই,ডাকাতি,মাদক ব্যবসা,হত্যাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করতো।

গ্রেফতারের পর আসামি বের হয়ে এসে আবারও অপরাধ করছে। এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এটা বিজ্ঞ আদালতের বিষয়। একজন অপরাধী যতবার অপরাধ করবে আমরা ততোবার অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে আদালতে সোপর্দ করবো। আদালত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।