১৮টি পদক নিয়ে জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

- আপডেট: ১১:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার ( ৩০ আগস্ট) শেষ হয়েছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৫। এ আসরে অংশগ্রহণ করে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
০৬ স্বর্ণ, ০৫ রৌপ্য ও ০৭ টি তাম্র পদকসহ মোট ১৮টি পদক অর্জনের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ০১ রৌপ্য ও ০৩ তাম্র পদক অর্জন করে রানার্স-আপ এবং এমএফসি ফেন্সিং ক্লাব ০২ তাম্র পদক অর্জন করে তৃতীয় স্থান লাভ করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রেজাউল মাকছুদ জাহেদী, সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বাংলাদেশ আনসার ও ভিডিপির এই গৌরবোজ্জ্বল অর্জন বাহিনীর সুনাম বৃদ্ধির সাথে সাথে দেশের ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারাবাহিকতায় নতুন মাত্রা সংযোজন করেছে। খেলোয়ারদের এই অসাধারণ সাফল্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সকল খেলোয়ারদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং সামনের দিনগুলোতে দেশ ও বিদেশের ক্রীড়াঙ্গনে সাফল্যের এই ধারা অব্যাহত রাখার জন্য পরামর্শ দিয়েছেন।