শিরোনাম:
হবিগঞ্জে ৩০ কেজি গাজাসহ আটক ৩

- আপডেট: ০৯:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৩০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯।
রবিবার (৩১ আগস্ট) ভোরে শায়েস্তাগঞ্জ পুরান বাজারে হবিগঞ্জ- শায়েস্তাগঞ্জ সড়কের উপরে ক্রয়-বিক্রয়ের সময় গাজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) র্যাব-৯ এর (মিডিয়া) অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য জানান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ২টি প্লাস্টিকের বস্তায় ভর্তি ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাকুরিয়া গ্রামের চান মিয়ার ছেলে শান্ত মিয়া(২২),আফসর আলীর ছেলে কদর আলী হেলাল (২৫) এবং একই উপজেলার দক্ষিণ আমকান্দি গ্রামের আনোয়ার আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫) কে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।