০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

কেরানীগঞ্জের ৩৩ লাখ টাকার গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ১২:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেরানীগঞ্জ থেকে আনুমানিক তেত্রিশ লাখ টাকা মূল্যমানের ১১০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার আসামির নাম,মো.ইউনূস।

রবিবার (৩১ আগস্ট) ভোর সাড়ে ৪টার র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকা থেকে এসব মাদক উদ্ধার করে।

সোমবার (১ সেপ্টেম্বর) র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকাল ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক ৩৩ লা টাকা মূল্যমানের ১১০ কেজি গাঁজাসহ ইউনূস নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রবিবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা এলাকায় অভিযান পরিচালনা করে চারটি গ্রেনেড সদৃশ বস্তুসহ ফয়সাল খান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা।

র‍্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হাসান সিদ্দিকী বলেন, র‌্যাবের গোপন তথ্যভিত্তিক অভিযান, চৌকস পরিকল্পনা ও পেশাদারিত্বের ফলে প্রতিনিয়তই দেশে বড় বড় অপরাধ চক্র ভেঙে পড়ছে। অপরাধ নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা রিস্থিতিতে স্বাভাবিক রাখতে আমরা সর্বদা তৎপর আছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কেরানীগঞ্জের ৩৩ লাখ টাকার গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১২:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেরানীগঞ্জ থেকে আনুমানিক তেত্রিশ লাখ টাকা মূল্যমানের ১১০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার আসামির নাম,মো.ইউনূস।

রবিবার (৩১ আগস্ট) ভোর সাড়ে ৪টার র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকা থেকে এসব মাদক উদ্ধার করে।

সোমবার (১ সেপ্টেম্বর) র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকাল ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক ৩৩ লা টাকা মূল্যমানের ১১০ কেজি গাঁজাসহ ইউনূস নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রবিবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা এলাকায় অভিযান পরিচালনা করে চারটি গ্রেনেড সদৃশ বস্তুসহ ফয়সাল খান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা।

র‍্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হাসান সিদ্দিকী বলেন, র‌্যাবের গোপন তথ্যভিত্তিক অভিযান, চৌকস পরিকল্পনা ও পেশাদারিত্বের ফলে প্রতিনিয়তই দেশে বড় বড় অপরাধ চক্র ভেঙে পড়ছে। অপরাধ নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা রিস্থিতিতে স্বাভাবিক রাখতে আমরা সর্বদা তৎপর আছি।