১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

মানিকগঞ্জে খুনসহ ডাকাতি:কুখ্যাত ডাকাত সর্দার ইসমাইলসহ ৮ জন গ্রেফতার

  • আপডেট: ০২:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০১৯

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মানিকগঞ্জ জেলার সিংগাইরে চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত সর্দার ইসমাইল ও তার সহযোগীসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গ্রেফতারকৃতরা হলেন—ইসমাইল ওরফে ইমরান (৪০),মো. মাসুদ রানা (২৯),মো.ওবায়দুর (২২),মো.তাওহিদ (১৮), মো.সুমন (২৭),মো.মনু (৪৫),মো.সুরুজ মিয়া (৪৫) ও মো.হাবিবুর রহমান হাবিব (৩২)।

রবিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা জেলার আশুলিয়া, ধামরাই ও সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য জানান।

তিনি জানান,গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের সিংগাইরের ইসলামনগর গ্রামে মহর উদ্দীনের (৭০) বাড়িতে ডাকাত দল হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করা ডাকাতরা গোয়াল ঘরের গরু লুট করতে গেলে মহর উদ্দীন ও তার ছেলে নূর মোহাম্মদ বাবু বাধা দেন। এসময় ডাকাতরা তাদের বেধড়ক মারধর করে গরুগুলো পিকআপে তুলে নিয়ে যায়। গুরুতর আহত মহর উদ্দীনকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। র‌্যাব-৪ ঘটনাটি ক্লুলেস হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করে। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবশেষে কুখ্যাত ডাকাত সর্দার ইসমাইলসহ পুরো চক্রকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মানিকগঞ্জে খুনসহ ডাকাতি:কুখ্যাত ডাকাত সর্দার ইসমাইলসহ ৮ জন গ্রেফতার

আপডেট: ০২:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মানিকগঞ্জ জেলার সিংগাইরে চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত সর্দার ইসমাইল ও তার সহযোগীসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গ্রেফতারকৃতরা হলেন—ইসমাইল ওরফে ইমরান (৪০),মো. মাসুদ রানা (২৯),মো.ওবায়দুর (২২),মো.তাওহিদ (১৮), মো.সুমন (২৭),মো.মনু (৪৫),মো.সুরুজ মিয়া (৪৫) ও মো.হাবিবুর রহমান হাবিব (৩২)।

রবিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা জেলার আশুলিয়া, ধামরাই ও সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য জানান।

তিনি জানান,গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের সিংগাইরের ইসলামনগর গ্রামে মহর উদ্দীনের (৭০) বাড়িতে ডাকাত দল হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করা ডাকাতরা গোয়াল ঘরের গরু লুট করতে গেলে মহর উদ্দীন ও তার ছেলে নূর মোহাম্মদ বাবু বাধা দেন। এসময় ডাকাতরা তাদের বেধড়ক মারধর করে গরুগুলো পিকআপে তুলে নিয়ে যায়। গুরুতর আহত মহর উদ্দীনকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। র‌্যাব-৪ ঘটনাটি ক্লুলেস হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করে। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবশেষে কুখ্যাত ডাকাত সর্দার ইসমাইলসহ পুরো চক্রকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।