০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্মীপুরের হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার

  • আপডেট: ১০:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

লক্ষ্মীপুর সদর থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা জরিমানাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. ইয়াছিন (৫৫) কে ২৯ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী।

গ্রেফতারকৃত ইয়াছিন নোয়াখালীর চাটখিল থানার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌহমুহনী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়,১৯৯৬ সালের ২৫ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর থানায় দায়ের করা হত্যা মামলার (মামলা নং-২৬, জিআর-১০৯/৯৬) রায়ে ১৯৯৯ সালে বিজ্ঞ দায়রা জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এরপর থেকে তিনি দীর্ঘ ২৯ বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

জিজ্ঞাসাবাদে ইয়াছিন নিজের পরিচয় নিশ্চিত করেছে এবং মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হওয়ার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালীর চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

লক্ষ্মীপুরের হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার

আপডেট: ১০:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

লক্ষ্মীপুর সদর থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা জরিমানাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. ইয়াছিন (৫৫) কে ২৯ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী।

গ্রেফতারকৃত ইয়াছিন নোয়াখালীর চাটখিল থানার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌহমুহনী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়,১৯৯৬ সালের ২৫ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর থানায় দায়ের করা হত্যা মামলার (মামলা নং-২৬, জিআর-১০৯/৯৬) রায়ে ১৯৯৯ সালে বিজ্ঞ দায়রা জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এরপর থেকে তিনি দীর্ঘ ২৯ বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

জিজ্ঞাসাবাদে ইয়াছিন নিজের পরিচয় নিশ্চিত করেছে এবং মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হওয়ার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালীর চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।