কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান: পটুয়াখালীতে ৩৫ লাখ টাকার মাদক, জাল নোট ও বৈদেশিক মুদ্রা জব্দ

- আপডেট: ১১:৩০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ইয়াবা,গাঁজা,জাল নোট ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও সদর থানা পুলিশের একটি দল পায়রাকুন্জ ফেরিঘাট এলাকায় যৌথ অভিযান চালায়।
অভিযানে ৭ হাজার ১৫ পিস ইয়াবা, ৩৯৬ গ্রাম গাঁজা, নগদ ৭৪ হাজার ৪২০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৯৫ হাজার ৩০০ টাকার বৈদেশিক মুদ্রা, ৯টি মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
তবে অভিযানের সময় মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদক ও আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।