কোস্ট গার্ডের আয়োজনে পতেঙ্গায় তারুণ্যের উৎসব

- আপডেট: ০৮:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চট্টগ্রামের পতেঙ্গায় তরুণ প্রজন্মকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড আয়োজন করেছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম।
মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিসিজি আউটপোস্ট পতেঙ্গায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে মাদক, সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধিতে মাদকের ভূমিকা, মাদকের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি এবং মাদক প্রতিরোধে পরিবারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণ সমাজকে সঠিক পথে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।