১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

সড়ক দুর্ঘটনায় নিহত ৮ পরিবারকে বিআরটিএ’র ক্ষতিপূরণ

  • আপডেট: ০৮:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০৫০

আলী নাঈম

সড়ক দুর্ঘটনায় নিহত ৮টি পরিবার ও আহত এক ব্যক্তির মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে ঢাকা মেট্রো সার্কেল-২ ও ঢাকা জেলা সার্কেলের আওতাধীন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে এসব চেক তুলে দেন ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জি.) মো. সানাউল হক।

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদনে নিহত প্রতিটি পরিবারের জন্য ৫ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা এবং আহত এক ব্যক্তিকে ১ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। এ নিয়ে মোট ৪১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রো-২ কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. বখতিয়ার উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, আরো উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকা মেট্রো -২ উপ পরিচালক (ইঞ্জি.) সানাউল হক সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি মানবিক দায়িত্বও বটে। এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন করে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।

বিআরটিএ কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। আবেদন যাচাই-বাছাই শেষে নিয়মিতভাবে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় নিহত ৮ পরিবারকে বিআরটিএ’র ক্ষতিপূরণ

আপডেট: ০৮:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আলী নাঈম

সড়ক দুর্ঘটনায় নিহত ৮টি পরিবার ও আহত এক ব্যক্তির মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে ঢাকা মেট্রো সার্কেল-২ ও ঢাকা জেলা সার্কেলের আওতাধীন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে এসব চেক তুলে দেন ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জি.) মো. সানাউল হক।

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদনে নিহত প্রতিটি পরিবারের জন্য ৫ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা এবং আহত এক ব্যক্তিকে ১ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। এ নিয়ে মোট ৪১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রো-২ কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. বখতিয়ার উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, আরো উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকা মেট্রো -২ উপ পরিচালক (ইঞ্জি.) সানাউল হক সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি মানবিক দায়িত্বও বটে। এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন করে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।

বিআরটিএ কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। আবেদন যাচাই-বাছাই শেষে নিয়মিতভাবে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে।