১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

আদালতের আইন মানছে না জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আগ্রাসী অভিযানে সর্বশান্ত তিন’শ পরিবার

  • আপডেট: ০৮:২২:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০৩৪

বিশেষ প্রতিনিধি:
আদালতের আইন মানছে না জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। আগ্রাসী অভিযানে সর্বশান্ত হতে যাচ্ছে তিন’শ পরিবার। নির্বাহী প্রকৌশলী আবু হুরায়রা, উপ সহ প্রকৌশলী সাখোয়াতের নেতৃত্বে হামলা আহত একজন। রাজধানী ঢাকার বাউনিয়া মৌজায় জমি ক্রয় করে মাথা গোজার ঠাই এখন র্দুস্বপ্ন। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আগ্রাসী অভিযানে সর্বশান্ত হচ্ছে প্রায় ত’শ পরিবার। জমি ফিরে পেতে আদালতে আইনের আশ্রয় নিয়েছেন ভোক্তভোগীরা। রীট পিটিশন নম্বর-৪৯০৪/২০২৪ কার্যকর রয়েছে। সমাজের কিছু নিম্ন আয়ের মানুষ ২০২৩ সালে তফসিল বর্ণিত প্রায় ৭৩ কাঠা সম্পত্তি ক্রয় করেন। দলিল মূলে ১৭ জন গ্রহীতা হলেও প্রকৃত পক্ষে শেয়ার হোল্ডার গ্রহীতার সংখ্যা ৩শ। ২০২৩ সাল হতে অদ্যাবধি ক্রয় করেছে তারা। যদিও দলিলমূলে তারা ক্রেতা ১৭ জন কিন্তু অদলিলকৃত ক্রেতাসহ (শেয়ারহোল্ডার সহ) মোট ক্রেতার পরিমাণ প্রায় ৩০০ জন। অনুসন্ধানে জানাযায়, জমি ক্রয়কালীন ক্রেতাগণ সিএস, এসএ, আরএস এবং সিটি জরীপ এবং বিক্রেতাগণের হালনাগাদ খাজনা আদায়ের রশিদ মোতাবেক জমিসমূহ ক্রয় করেন । বিক্রেতাগণের পূর্ব নির্ধারিত স্থানে দখল ভোগ করে আসছে চলমান ক্রেতাগণ। সিএস-১১, এসএ-১৮, আরএস-১৫৯০, ঢাকা সিটি জরিপে-১২৭৬৫ নামজারি খতিয়ান নং-৩৬৭৯৬ নং খতিয়ানের জোত নং ১৯৪/৯৬ এবং নামজারী খতিয়ান নং-৩৭৪২৮ নং খতিয়ানের জোত নং ৩০/১০০, দাগ নং সিএস ও এসএ ৩১২৪ (তিন হাজার একশত চব্বিশ) আরএস-১০০২১ (দশ হাজার একুশ) এবং ঢাকা সিটি জরিপে-৩৪৫২১ (চৌত্রিশ হাজার পাচশত একুশ) নং দাগের কাতে ৭০ শতাংশ বা ৪২.৪২৪ কাঠা ভোগ দখলে রযেছে। সিএস-১১, এসএ-৭, আরএস-১৩৩১, ঢাকা সিটি জরিপে-১৫১৬৫ নামজারি খতিয়ান নং-২৫০২০ নং খতিয়ানের জোত নং ০৬/৩৫, দাগ নং সিএস ও এসএ-৩১২৮ (তিন হাজার একশত আটাশ) আরএস-১০০২৪ (দশ হাজার চব্বিশ) এবং ঢাকা সিটি জরিপে-৩৪৪০১ (চৌত্রিশ হাজার চারশত এক) নং দাগের কাতে ৩২ শতাংশ বা ১৯.৩৯ কাঠা এবং সিএস-১১, তৎপর-১১/১৫, এসএ-২২ ও ৫২, আর এস-১১৬৮, ঢাকা সিটি জরিপে-৮৯৯৬ নামজারি খতিয়ান নং ২৫-৪৫৪০১, দাগ নং সিএস ও এসএ-৩১২৪ (তিন হাজার একশত চব্বিশ) আর এস-১০০২১ (দশ হাজার একুশ) এবং ঢাকা সিটি জরিপে-৩৪৪০২ (চৌত্রিশ হাজার চারশত দুই) নং দাগের কাতে ৪.৯৫ শতাংশ বা ৩ কাঠা পর্যায় ক্রমে ক্রয় করে ক্রেতাগণ ভোগ দখলে রয়েছে। সিএস-১১, এসএ-২২, আর এস-১১৬৮, ঢাকা সিটি জরিপে-১১০১৩ নামজারি খতিয়ান নং ৩২৪৩০ নং খতিয়ানের। জোত নং- ৯২/৭৪ দাগ নং সিএস ও এসএ-৩১২৪ (তিন হাজার একশত চব্বিশ) আর এস-১০০২১ (দশ হাজার একুশ) এবং ঢাকা সিটি জরিপে-৩৪৪০২ (চৌত্রিশ হাজার চারশত দুই) নং দাগের কাতে ১০.৭২৫ শতাংশ বা ৬.৫ কাঠা সম্পত্তি ভোগ দখলে রয়েছে। নির্বাহী প্রকৌশলী আবু হুরায়রা, উপ সহ প্রকৌশলী সাখোয়াতের নেতৃত্বে দখল করতে গিয়ে বাঁধার মুখে পড়ে, হামলায় এপর্যন্ত আহত হয়েছে জমির বাসিন্দা নজরুল ইসলাম। হাসপাতাল থেকে ফিরে থানায় গিয়ে জিডি করেছে নজরুল ইসলাম। আগ্রাসী অভিযানে সর্বশান্ত হতে যাচ্ছে তিন’শ পরিবার। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কতিপয় অসাধু ব্যক্তি ব্যক্তিগত সুবিধা লুটতে এমন কাজে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ দেখা দিয়েছে। সম্প্রতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সময় আমাদের ভোগদখলকৃত সম্পত্তির উপর আপত্তি উত্থাপন করে দখলে নেয়ার চেষ্ঠা করছে। কতিপয় কর্মকর্তা বিভিন্ন সময়ে সম্পক্তিতে গিয়ে দখল চেড়ে অন্যত্র চলে যাবার নির্দেশ দিয়ে আসছে। দখলী জমির মালিকগণ সোনালী খবরকে জানিয়েছেন, সমস্ত কাগজপত্র ও দখলে থাকা সর্তেও অকারণে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কিছু লোক সম্পত্তিতে গিয়ে হুমকি ধুমকি দিয়ে আসছে, এতে তারা অর্থনৈতিক, মানসিক ও সামাজিকভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অপূরণীয় ক্ষতির হাত হতে রক্ষা পেতে ইতোমধে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে লিখিত ভাবে জানিয়েছেন। আদালতে আইনের আশ্রয় নিয়েছেন। ব্যক্তিগত ক্রয়কৃত সম্পত্তির উপর রীট পিটিশন নম্বর-৪৯০৪/২০২৪ কার্যকর করত, সীমানা প্রাচীর এবং স্থাপনা নির্মাণ না করার জন্য আদালতকে অবিহীত করেছেন। সরকারের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ াদালতের নিদেৃশ মানছেন না বলে অভিযোগ উঠেছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে, যেকোন সময়ে রক্ত ক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে বলে ধারনা করা যাচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপ আদালতের আদেশ না মানায় সর্বস্ব হারিয়ে পথে বসতে পারে প্রায় তিন শতাধিক পরিবার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আদালতের আইন মানছে না জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আগ্রাসী অভিযানে সর্বশান্ত তিন’শ পরিবার

আপডেট: ০৮:২২:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বিশেষ প্রতিনিধি:
আদালতের আইন মানছে না জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। আগ্রাসী অভিযানে সর্বশান্ত হতে যাচ্ছে তিন’শ পরিবার। নির্বাহী প্রকৌশলী আবু হুরায়রা, উপ সহ প্রকৌশলী সাখোয়াতের নেতৃত্বে হামলা আহত একজন। রাজধানী ঢাকার বাউনিয়া মৌজায় জমি ক্রয় করে মাথা গোজার ঠাই এখন র্দুস্বপ্ন। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আগ্রাসী অভিযানে সর্বশান্ত হচ্ছে প্রায় ত’শ পরিবার। জমি ফিরে পেতে আদালতে আইনের আশ্রয় নিয়েছেন ভোক্তভোগীরা। রীট পিটিশন নম্বর-৪৯০৪/২০২৪ কার্যকর রয়েছে। সমাজের কিছু নিম্ন আয়ের মানুষ ২০২৩ সালে তফসিল বর্ণিত প্রায় ৭৩ কাঠা সম্পত্তি ক্রয় করেন। দলিল মূলে ১৭ জন গ্রহীতা হলেও প্রকৃত পক্ষে শেয়ার হোল্ডার গ্রহীতার সংখ্যা ৩শ। ২০২৩ সাল হতে অদ্যাবধি ক্রয় করেছে তারা। যদিও দলিলমূলে তারা ক্রেতা ১৭ জন কিন্তু অদলিলকৃত ক্রেতাসহ (শেয়ারহোল্ডার সহ) মোট ক্রেতার পরিমাণ প্রায় ৩০০ জন। অনুসন্ধানে জানাযায়, জমি ক্রয়কালীন ক্রেতাগণ সিএস, এসএ, আরএস এবং সিটি জরীপ এবং বিক্রেতাগণের হালনাগাদ খাজনা আদায়ের রশিদ মোতাবেক জমিসমূহ ক্রয় করেন । বিক্রেতাগণের পূর্ব নির্ধারিত স্থানে দখল ভোগ করে আসছে চলমান ক্রেতাগণ। সিএস-১১, এসএ-১৮, আরএস-১৫৯০, ঢাকা সিটি জরিপে-১২৭৬৫ নামজারি খতিয়ান নং-৩৬৭৯৬ নং খতিয়ানের জোত নং ১৯৪/৯৬ এবং নামজারী খতিয়ান নং-৩৭৪২৮ নং খতিয়ানের জোত নং ৩০/১০০, দাগ নং সিএস ও এসএ ৩১২৪ (তিন হাজার একশত চব্বিশ) আরএস-১০০২১ (দশ হাজার একুশ) এবং ঢাকা সিটি জরিপে-৩৪৫২১ (চৌত্রিশ হাজার পাচশত একুশ) নং দাগের কাতে ৭০ শতাংশ বা ৪২.৪২৪ কাঠা ভোগ দখলে রযেছে। সিএস-১১, এসএ-৭, আরএস-১৩৩১, ঢাকা সিটি জরিপে-১৫১৬৫ নামজারি খতিয়ান নং-২৫০২০ নং খতিয়ানের জোত নং ০৬/৩৫, দাগ নং সিএস ও এসএ-৩১২৮ (তিন হাজার একশত আটাশ) আরএস-১০০২৪ (দশ হাজার চব্বিশ) এবং ঢাকা সিটি জরিপে-৩৪৪০১ (চৌত্রিশ হাজার চারশত এক) নং দাগের কাতে ৩২ শতাংশ বা ১৯.৩৯ কাঠা এবং সিএস-১১, তৎপর-১১/১৫, এসএ-২২ ও ৫২, আর এস-১১৬৮, ঢাকা সিটি জরিপে-৮৯৯৬ নামজারি খতিয়ান নং ২৫-৪৫৪০১, দাগ নং সিএস ও এসএ-৩১২৪ (তিন হাজার একশত চব্বিশ) আর এস-১০০২১ (দশ হাজার একুশ) এবং ঢাকা সিটি জরিপে-৩৪৪০২ (চৌত্রিশ হাজার চারশত দুই) নং দাগের কাতে ৪.৯৫ শতাংশ বা ৩ কাঠা পর্যায় ক্রমে ক্রয় করে ক্রেতাগণ ভোগ দখলে রয়েছে। সিএস-১১, এসএ-২২, আর এস-১১৬৮, ঢাকা সিটি জরিপে-১১০১৩ নামজারি খতিয়ান নং ৩২৪৩০ নং খতিয়ানের। জোত নং- ৯২/৭৪ দাগ নং সিএস ও এসএ-৩১২৪ (তিন হাজার একশত চব্বিশ) আর এস-১০০২১ (দশ হাজার একুশ) এবং ঢাকা সিটি জরিপে-৩৪৪০২ (চৌত্রিশ হাজার চারশত দুই) নং দাগের কাতে ১০.৭২৫ শতাংশ বা ৬.৫ কাঠা সম্পত্তি ভোগ দখলে রয়েছে। নির্বাহী প্রকৌশলী আবু হুরায়রা, উপ সহ প্রকৌশলী সাখোয়াতের নেতৃত্বে দখল করতে গিয়ে বাঁধার মুখে পড়ে, হামলায় এপর্যন্ত আহত হয়েছে জমির বাসিন্দা নজরুল ইসলাম। হাসপাতাল থেকে ফিরে থানায় গিয়ে জিডি করেছে নজরুল ইসলাম। আগ্রাসী অভিযানে সর্বশান্ত হতে যাচ্ছে তিন’শ পরিবার। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কতিপয় অসাধু ব্যক্তি ব্যক্তিগত সুবিধা লুটতে এমন কাজে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ দেখা দিয়েছে। সম্প্রতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সময় আমাদের ভোগদখলকৃত সম্পত্তির উপর আপত্তি উত্থাপন করে দখলে নেয়ার চেষ্ঠা করছে। কতিপয় কর্মকর্তা বিভিন্ন সময়ে সম্পক্তিতে গিয়ে দখল চেড়ে অন্যত্র চলে যাবার নির্দেশ দিয়ে আসছে। দখলী জমির মালিকগণ সোনালী খবরকে জানিয়েছেন, সমস্ত কাগজপত্র ও দখলে থাকা সর্তেও অকারণে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কিছু লোক সম্পত্তিতে গিয়ে হুমকি ধুমকি দিয়ে আসছে, এতে তারা অর্থনৈতিক, মানসিক ও সামাজিকভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অপূরণীয় ক্ষতির হাত হতে রক্ষা পেতে ইতোমধে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে লিখিত ভাবে জানিয়েছেন। আদালতে আইনের আশ্রয় নিয়েছেন। ব্যক্তিগত ক্রয়কৃত সম্পত্তির উপর রীট পিটিশন নম্বর-৪৯০৪/২০২৪ কার্যকর করত, সীমানা প্রাচীর এবং স্থাপনা নির্মাণ না করার জন্য আদালতকে অবিহীত করেছেন। সরকারের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ াদালতের নিদেৃশ মানছেন না বলে অভিযোগ উঠেছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে, যেকোন সময়ে রক্ত ক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে বলে ধারনা করা যাচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপ আদালতের আদেশ না মানায় সর্বস্ব হারিয়ে পথে বসতে পারে প্রায় তিন শতাধিক পরিবার।