১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

সায়েদাবাদে ১৪ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ১১:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০১৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় একটি বাসে অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

রবিবার(১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সায়েদাবাদ বাস টার্মিনালে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের চেকপোষ্টে শান্তি পরিবহন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদকসহ জয়নাল নামের ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এদিন রাতে র‍্যাব-১০,সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,সন্ধ্যায় যাত্রাবাড়ী ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সায়েদাবাদ বাস টার্মিনাল সংলগ্ন পৌর ফিলিং স্টেশন এর সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় খাগড়াছড়ি হতে ছেড়ে আসা শান্তি পরিবহন বাস থেকে অনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের ১৪ কেজি গাঁজাসহ জয়নাল আবেদিন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী বলেন, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সায়েদাবাদে ১৪ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১১:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় একটি বাসে অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

রবিবার(১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সায়েদাবাদ বাস টার্মিনালে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের চেকপোষ্টে শান্তি পরিবহন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদকসহ জয়নাল নামের ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এদিন রাতে র‍্যাব-১০,সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,সন্ধ্যায় যাত্রাবাড়ী ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সায়েদাবাদ বাস টার্মিনাল সংলগ্ন পৌর ফিলিং স্টেশন এর সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় খাগড়াছড়ি হতে ছেড়ে আসা শান্তি পরিবহন বাস থেকে অনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের ১৪ কেজি গাঁজাসহ জয়নাল আবেদিন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী বলেন, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।