১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বিওপি নদীগর্ভে বিলীন: কুষ্টিয়ার উদয়পুরে পদ্মার ভাঙন, গৃহহীনদের পাশে বিজিবি

  • আপডেট: ১১:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০২৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কুষ্টিয়ার সীমান্তবর্তী উদয়পুর এলাকায় পদ্মা নদীর ভাঙনে গৃহহীন হয়ে পড়া ১১৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। এসব পরিবারের মধ্যে চাল, ডাল,তেল, লবণ, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) কুষ্টিয়ার উদয়নগর সীমান্ত এলাকায় বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণ তুলে দেন। এ সময় কুষ্টিয়া সেক্টর কমান্ডার,কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়,পদ্মার ভাঙনে সম্প্রতি উদয়নগর বিওপি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে সীমান্ত সুরক্ষায় কোনো শূন্যতা তৈরি হয়নি। অস্থায়ী ক্যাম্প স্থাপন এবং নৌযান ব্যবহার করে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পূর্ববর্তী অবস্থানের কাছেই নতুন বিওপি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান হোসেন বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ আমাদের অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে,কিন্তু সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে আমাদের মনোবল দুর্বল করতে পারবে না।’ তিনি আরও জানান, দুর্যোগের কঠিন পরিস্থিতিতেও বিজিবি সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।

গত ১০ সেপ্টেম্বর কুষ্টিয়া ব্যাটালিয়নের উদয়নগর বিওপি পদ্মার ভাঙনে নদীগর্ভে তলিয়ে যায়। তবে আগে থেকেই অধিকাংশ সরঞ্জাম পাশের চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে অস্ত্র,গোলাবারুদ,অফিসিয়াল নথি,যানবাহনসহ সব গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ফলে বিওপির সদস্য ও সরঞ্জামাদি বর্তমানে সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বিওপি নদীগর্ভে বিলীন: কুষ্টিয়ার উদয়পুরে পদ্মার ভাঙন, গৃহহীনদের পাশে বিজিবি

আপডেট: ১১:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কুষ্টিয়ার সীমান্তবর্তী উদয়পুর এলাকায় পদ্মা নদীর ভাঙনে গৃহহীন হয়ে পড়া ১১৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। এসব পরিবারের মধ্যে চাল, ডাল,তেল, লবণ, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) কুষ্টিয়ার উদয়নগর সীমান্ত এলাকায় বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণ তুলে দেন। এ সময় কুষ্টিয়া সেক্টর কমান্ডার,কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়,পদ্মার ভাঙনে সম্প্রতি উদয়নগর বিওপি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে সীমান্ত সুরক্ষায় কোনো শূন্যতা তৈরি হয়নি। অস্থায়ী ক্যাম্প স্থাপন এবং নৌযান ব্যবহার করে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পূর্ববর্তী অবস্থানের কাছেই নতুন বিওপি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান হোসেন বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ আমাদের অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে,কিন্তু সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে আমাদের মনোবল দুর্বল করতে পারবে না।’ তিনি আরও জানান, দুর্যোগের কঠিন পরিস্থিতিতেও বিজিবি সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।

গত ১০ সেপ্টেম্বর কুষ্টিয়া ব্যাটালিয়নের উদয়নগর বিওপি পদ্মার ভাঙনে নদীগর্ভে তলিয়ে যায়। তবে আগে থেকেই অধিকাংশ সরঞ্জাম পাশের চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে অস্ত্র,গোলাবারুদ,অফিসিয়াল নথি,যানবাহনসহ সব গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ফলে বিওপির সদস্য ও সরঞ্জামাদি বর্তমানে সম্পূর্ণ নিরাপদ রয়েছে।