০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

অবৈধ মৎস্য আহরণ ও বনজ সম্পদ রক্ষায় কোচ গার্ডের জনসচেতনতা কার্যক্রম

  • আপডেট: ১১:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০২৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ ও বনজ সম্পদ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে কোস্ট গার্ড।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী, কয়রা, রূপসা, শরণখোলা ও নলিয়ান কর্তৃক সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় জেলেদের নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত জেলেদের অবৈধভাবে দেশের জলসীমা অতিক্রম না করা, অবৈধ মৎস্য আহরণ ও নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকা, বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌপথে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অবৈধ মৎস্য আহরণ ও বনজ সম্পদ রক্ষায় কোচ গার্ডের জনসচেতনতা কার্যক্রম

আপডেট: ১১:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ ও বনজ সম্পদ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে কোস্ট গার্ড।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী, কয়রা, রূপসা, শরণখোলা ও নলিয়ান কর্তৃক সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় জেলেদের নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত জেলেদের অবৈধভাবে দেশের জলসীমা অতিক্রম না করা, অবৈধ মৎস্য আহরণ ও নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকা, বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌপথে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।