চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- আপডেট: ০৫:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০২৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন কর্ণেলহাট এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
রবিবার (২১ সেপ্টেম্বর) র্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালী এবং র্যাব-৭,সিপিএসসি,পতেঙ্গা,চট্টগ্রামের যৌথ আভিযানিক দল শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত বেলাল নোয়াখালীর চাটখিল উপজেলার রমাপুর গ্রামের মো.বাকের ওরফে বারেকের ছেলে।
মামলার নথি অনুযায়ী,২০১২ সালের চাটখিল থানার একটি হত্যা মামলায় আদালত বেলালকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং দণ্ডবিধির ৪৫৮ ও ৩৮০ ধারায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ড দেন আদালত।
র্যাব সূত্র জানায়,রায় ঘোষণার পর থেকেই বেলাল গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল। সম্প্রতি তাকে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। অবশেষে চট্টগ্রামের কর্ণেলহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বেলাল তার নাম-ঠিকানা স্বীকার করে এবং মামলায় দণ্ডিত হওয়ার বিষয়টি মেনে নেয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য নোয়াখালীর চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।




















