০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মতিঝিলে হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেফতার

  • আপডেট: ১২:০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন– মো. আমজাদ হোসেন বুখারী ও মাহদী হাসান।

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নীচ থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান,মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচে ৬১৭ নং পিলারের গায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন “হিযবুত তাহরীর,উলাই’য়াহ বাংলাদেশ” এর পোস্টার লাগানোর চেষ্টাকালে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০টি ‘হিযবুত তাহরীর/উলাইয়াহ বাংলাদেশ’লেখা পোস্টার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পোস্টারে লেখা ছিল, “হে দেশবাসী,দালাল শাসক গোষ্ঠী আমাদের সামরিক বাহিনীকে মার্কিনীদের স্বার্থে ব্যবহার করার বন্দোবস্ত করছে, সামরিক বাহিনীকে নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়ান।”

তালেবুর রহমান জানান,পুলিশের উপস্থিতি দেখে সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৭/৮ জন পালিয়ে যায়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়,গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত “হিযবুত তাহরীর” সংগঠনের সমর্থক। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মতিঝিলে হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেফতার

আপডেট: ১২:০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন– মো. আমজাদ হোসেন বুখারী ও মাহদী হাসান।

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নীচ থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান,মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচে ৬১৭ নং পিলারের গায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন “হিযবুত তাহরীর,উলাই’য়াহ বাংলাদেশ” এর পোস্টার লাগানোর চেষ্টাকালে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০টি ‘হিযবুত তাহরীর/উলাইয়াহ বাংলাদেশ’লেখা পোস্টার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পোস্টারে লেখা ছিল, “হে দেশবাসী,দালাল শাসক গোষ্ঠী আমাদের সামরিক বাহিনীকে মার্কিনীদের স্বার্থে ব্যবহার করার বন্দোবস্ত করছে, সামরিক বাহিনীকে নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়ান।”

তালেবুর রহমান জানান,পুলিশের উপস্থিতি দেখে সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৭/৮ জন পালিয়ে যায়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়,গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত “হিযবুত তাহরীর” সংগঠনের সমর্থক। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।