১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

মিছিলের প্রস্তুতির সময় ফার্মগেটে প্রায় অর্ধশত আ.লীগ নেতাকর্মী আটক, বিপুল ককটেল উদ্ধার

  • আপডেট: ০৭:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০২১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ককটেল উদ্ধার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পান্থপথের পানি ভবনের পাশে মিছিলের প্রস্তুতিকালে নেতাকর্মীদের আটক ও ককটেল উদ্ধার করা হয়।

এদিকে ডিএমপির তেজগাঁও এবং শেরে বাংলা নগর থানা পুলিশও অনেককে আটক করেছে। ‎বিশেষ করে ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরে বাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎‎তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, আজকে দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলো। আমরা খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০-৩৫ জনকে আটক করেছি। যে স্পট গুলাতে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো সেখানে আমাদের অভিযান চলছে।

এদিকে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, পানি ভবনের পাশ থেকে বিপুল সংখ্যক ককটেল উদ্ধার করা হয়েছে। সেখানে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট যাচ্ছে। তবে ককটেলের সংখ্যা এখনি জানানো যাচ্ছে না। উদ্ধার ককটেলগুলো একটি কার্টুনে ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিছিলের প্রস্তুতির সময় ফার্মগেটে প্রায় অর্ধশত আ.লীগ নেতাকর্মী আটক, বিপুল ককটেল উদ্ধার

আপডেট: ০৭:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ককটেল উদ্ধার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পান্থপথের পানি ভবনের পাশে মিছিলের প্রস্তুতিকালে নেতাকর্মীদের আটক ও ককটেল উদ্ধার করা হয়।

এদিকে ডিএমপির তেজগাঁও এবং শেরে বাংলা নগর থানা পুলিশও অনেককে আটক করেছে। ‎বিশেষ করে ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরে বাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎‎তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, আজকে দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলো। আমরা খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০-৩৫ জনকে আটক করেছি। যে স্পট গুলাতে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো সেখানে আমাদের অভিযান চলছে।

এদিকে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, পানি ভবনের পাশ থেকে বিপুল সংখ্যক ককটেল উদ্ধার করা হয়েছে। সেখানে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট যাচ্ছে। তবে ককটেলের সংখ্যা এখনি জানানো যাচ্ছে না। উদ্ধার ককটেলগুলো একটি কার্টুনে ছিল।