নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ২৬৬
- আপডেট: ০৪:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৬৬ জনকে আটক করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নৌ পুলিশ জানিয়েছে,দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি চুয়াত্তর লক্ষ আটাত্তর হাজার আটশত পয়ষট্টি মিটার অবৈধ জাল,২ হাজার একশত তেত্রিশ কেজি মাছ, ৩২০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ২১২ টি ঝোপঝাড় ধ্বংস করা হয় এবং ১৫৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৭ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৬ টি ড্রেজার জব্দ করা হয়।
অভিযানে ২৬৬ জনকে আটক করা হয়।
এছাড়া বিভিন্ন অপরাধে ৩৪ টি মৎস্য আইন,১২ টি বেপরোয়া গতি,৭টি বালুমহাল আইন,৪ টি অপমৃত্যু,১ টি চুরি,১টি মাদক এবং ১ টি হত্যা মামলাসহ মোট ৬২টি মামলা দায়ের করা হয় এবং ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়।
অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।



















