১১:১০ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

মোহাম্মদপুরে ছাত্র-জনতার ওপর গুলি: কাউন্সিলর রাজিবের বডিগার্ড শুভ গ্রেফতার

  • আপডেট: ০৬:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০২৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি করার সঙ্গে জড়িত আওয়ামী লীগ কর্মী ও সাবেক কাউন্সিলর রাজিবের বডিগার্ড সুমন আহমেদ শুভকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বুধবার(২৪ সেপ্টেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

জানা গেছে,গ্রেফতারকৃত শুভ পলাতক কাউন্সিলর রাজিবের বডিগার্ড হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল সংগঠিত করা ও নেতৃত্ব দেওয়ার সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল।

সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী,জুলাই বিপ্লব চলাকালে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনায় সরাসরি তার সংশ্লিষ্টতা রয়েছে। ঘটনার ভিডিওচিত্রসহ প্রমাণ ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করলেও অভিযানে অস্ত্রটি উদ্ধার করা যায়নি।

শুভর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন,’সকালে আমরা জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো এক দুষ্কৃতকারীর অবস্থান শনাক্ত করি। পরবর্তীতে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ভিডিও ফুটেজে অস্ত্র হাতে থাকা ব্যক্তিটি নিজেই বলে স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে আরও অভিযান চলমান রয়েছে।”

গ্রেফতারকৃত সুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে ছাত্র-জনতার ওপর গুলি: কাউন্সিলর রাজিবের বডিগার্ড শুভ গ্রেফতার

আপডেট: ০৬:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি করার সঙ্গে জড়িত আওয়ামী লীগ কর্মী ও সাবেক কাউন্সিলর রাজিবের বডিগার্ড সুমন আহমেদ শুভকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বুধবার(২৪ সেপ্টেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

জানা গেছে,গ্রেফতারকৃত শুভ পলাতক কাউন্সিলর রাজিবের বডিগার্ড হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল সংগঠিত করা ও নেতৃত্ব দেওয়ার সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল।

সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী,জুলাই বিপ্লব চলাকালে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনায় সরাসরি তার সংশ্লিষ্টতা রয়েছে। ঘটনার ভিডিওচিত্রসহ প্রমাণ ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করলেও অভিযানে অস্ত্রটি উদ্ধার করা যায়নি।

শুভর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন,’সকালে আমরা জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো এক দুষ্কৃতকারীর অবস্থান শনাক্ত করি। পরবর্তীতে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ভিডিও ফুটেজে অস্ত্র হাতে থাকা ব্যক্তিটি নিজেই বলে স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে আরও অভিযান চলমান রয়েছে।”

গ্রেফতারকৃত সুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।