১১:১০ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

ভার্চুয়ালি মতবিনিময় সভা: দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পুলিশ-জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ডিআইজি রেজাউল করিম মল্লিক

  • আপডেট: ০৯:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০৩৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

তিনি বলেছেন, লসব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের অগ্রাধিকার।

পূজা মণ্ডপগুলোতে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসন, মন্দির কমিটি ও স্থানীয়দের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সভার আয়োজন করে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়। রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এতে ভার্চুয়ালি ঢাকা রেঞ্জের আওতাধীন প্রতিটি জেলার পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক যুক্ত ছিলেন।

সভায় ডিআইজি রেজাউল করিম মল্লিক আসন্ন (২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর) দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোথাও যেন কোনপ্রকার বিশৃঙ্খলা বা উসকানি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। স্থানীয় প্রশাসন, মন্দির কমিটি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে উৎসব নির্বিঘ্ন করতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন— ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) মো. সিদ্দিকুর রহমানসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় প্রতিটি জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে পূজা আয়োজনে যেকোনো চ্যালেঞ্জ বা নিরাপত্তা-সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সভার শেষাংশে ডিআইজি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,সব ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পুলিশ জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আসুন সবাই মিলে দুর্গাপূজাকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ভার্চুয়ালি মতবিনিময় সভা: দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পুলিশ-জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ডিআইজি রেজাউল করিম মল্লিক

আপডেট: ০৯:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

তিনি বলেছেন, লসব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের অগ্রাধিকার।

পূজা মণ্ডপগুলোতে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসন, মন্দির কমিটি ও স্থানীয়দের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সভার আয়োজন করে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়। রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এতে ভার্চুয়ালি ঢাকা রেঞ্জের আওতাধীন প্রতিটি জেলার পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক যুক্ত ছিলেন।

সভায় ডিআইজি রেজাউল করিম মল্লিক আসন্ন (২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর) দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোথাও যেন কোনপ্রকার বিশৃঙ্খলা বা উসকানি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। স্থানীয় প্রশাসন, মন্দির কমিটি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে উৎসব নির্বিঘ্ন করতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন— ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) মো. সিদ্দিকুর রহমানসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় প্রতিটি জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে পূজা আয়োজনে যেকোনো চ্যালেঞ্জ বা নিরাপত্তা-সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সভার শেষাংশে ডিআইজি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,সব ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পুলিশ জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আসুন সবাই মিলে দুর্গাপূজাকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করি।’