দুর্গাপূজায় নিরাপত্তায় সারাদেশে ২ লাখ আনসার সদস্য মোতায়েন,ডিজিটাল সিস্টেমে মনিটরিং: ডিজি
- আপডেট: ০৮:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০৪৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দুর্গাপূজাযর নিরাপত্তায় সারাদেশে দুই লাখ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আনসার-ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি জানান,পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি এখন থেকে আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্যের কার্যক্রম ডিজিটাল সিস্টেমে মনিটরিং করা হবে,যাতে কোনো অনিয়মের সুযোগ না থাকে। এছাড়া যানবাহনও জিপিআরএস প্রযুক্তির আওতায় আনা হচ্ছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী খিলগাঁও আনসার সদর দপ্তরে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনের শুরুতে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে আনসার-ভিডিপির মহাপরিচালক বলেন, দেশের ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই লক্ষাধিক প্রশিক্ষিত সদস্য মোতায়েন করা হয়েছে।
এসময় তিনি জানান,এ বছর প্রশিক্ষিত তরুণ সদস্যদের পূজা মণ্ডপে দায়িত্ব প্রদান করা হয়েছে, যাতে তারা উদ্যম, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারে। এছাড়া সকল প্রকার অনিয়ম ও দুর্নিতি বন্ধে সদস্যদের AVMIS সফটওয়্যারে নিবন্ধনের মাধ্যমে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে শারীরিকভাবে সক্ষম ও যোগ্য সদস্যদের বাছাই করে মোতায়েন করা হয়েছে।
এবার প্রথমবারের মতো “শারদীয় সুরক্ষা অ্যাপস” চালু করা হয়েছে বলে জানান আনসার ডিজি। এই অ্যাপসের মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্বরত সদস্যরা তাৎক্ষণিকভাবে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির প্রতিবেদন সদর দপ্তরে প্রেরণ করতে পারবে।
সংবাদ সম্মেলনে বাহিনীপ্রধান আশাবাদ ব্যক্ত করেন, এই ডিজিটাল উদ্ভাবন কেবল দুর্গোৎসবে নয়,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ব্যবহার করা হবে। ফলে সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন,ডিজিটাল এই সিস্টেমে দায়িত্ব পালন জাতীয় নির্বাচনে আনসার বাহিনীর জন্য এসিড টেস্ট।
২০২৪ সালের আগস্ট থেকে ১ লাখ ৩৫ হাজার ৫০০ জনকে ট্রেনিং দেয়া হয়েছে উল্লেখ করে মেজর জেনারেল সাজ্জাদ বলেন, আমাদের আরও ১ লাখ ১৪ হাজার সদস্যকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ট্রেনিং করানো হবে। এরা সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করানোর প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া যানবাহনকেও জিপিআরসের সিস্টেমে মনিটরিং করা হবে বলেও জানান তিনি।
এ সময় পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপির কার্যক্রম বিষয়ে তিনি বলেন,পূজায় তিনটি ক্যাটাগরিতে আনসার মোতায়েন হয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৮ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। আর গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপে থাকবেন ৬ জন করে। সব বাহিনীর সমন্বয়ে এবার শান্তিপূর্ণ উৎসবমুখর দুর্গাপূজা উদযাপন হবে বলে আশাবাদ জানান তিনি।
তিনি আরও জানান,পুলিশের বিশেষ শাখা এসবির তথ্যমতে ৩৩ হাজার ৩৫৫ পূজামণ্ডপের মধ্যে ৭ হাজার ৫৪টি ঝুঁকিপূর্ণ। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ১০ হাজার ৯৭২টি এবং ১৩ হাজার ৫৫০ পূজামণ্ডপ সাধারণ।
















