১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

সোনাইমুড়ীতে হত্যা মামলার আসামি গ্রেফতার,অটোরিকশার ৪টি ব্যাটারি উদ্ধার

  • আপডেট: ১১:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি গ্রেফতার হয়েছে। এসময় নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়,নোয়াখালীর পুলিশ সুপার মো.আব্দুল্লাহ আল ফারুকের সার্বিক দিকনির্দেশনা ও চাটখীল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাশের তত্ত্বাবধানে এবং সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) সুভাষ পাল, এএসআই (নিঃ) মো.জাহাঙ্গীর আলম ও ফোর্স অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৬ সেপ্টেম্বর বিকাল ৫টা ৩০ মিনিটে রাজধানীর ডেমরা থানার শারুলিয়া বাজার আমতলা এলাকা থেকে এজাহারভুক্ত আসামি শাহাদাত হোসেন সবুজ প্রমুখ মানিক (১৯) কে গ্রেফতার করা হয়। সে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নন্দীগ্রাম এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে সোনাইমুড়ীর ২নং নদোনা ইউনিয়নের পাঁচবাড়ীয়া এলাকায় একটি ডোবা থেকে নিহতের অটোরিকশার চারটি পুরোনো ব্যাটারি উদ্ধার করে।

উল্লেখ্য,গত ২৫ মে সোনাইমুড়ী থানায় নিহত রাহেদ হোসেন (১৮)-এর পিতা ইউসুফ কামাল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হয় এফআইআর নং-১৮, ধারা-৩৯৪/৩০২/২০১/৩৪ এর অধীনে। এ মামলায় আগেই এজাহারভুক্ত ২ নম্বর আসামি নাহিদ এবং তদন্তে প্রাপ্ত আসামি সাইফুল ইসলাম বাবুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া শাহাদাত হোসেন সবুজের বিরুদ্ধে এর আগেও চুরি-ডাকাতির মামলা রয়েছে। ২০২৩ সালের ১০ ডিসেম্বর চন্দ্রগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে  জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সোনাইমুড়ীতে হত্যা মামলার আসামি গ্রেফতার,অটোরিকশার ৪টি ব্যাটারি উদ্ধার

আপডেট: ১১:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি গ্রেফতার হয়েছে। এসময় নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়,নোয়াখালীর পুলিশ সুপার মো.আব্দুল্লাহ আল ফারুকের সার্বিক দিকনির্দেশনা ও চাটখীল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাশের তত্ত্বাবধানে এবং সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) সুভাষ পাল, এএসআই (নিঃ) মো.জাহাঙ্গীর আলম ও ফোর্স অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৬ সেপ্টেম্বর বিকাল ৫টা ৩০ মিনিটে রাজধানীর ডেমরা থানার শারুলিয়া বাজার আমতলা এলাকা থেকে এজাহারভুক্ত আসামি শাহাদাত হোসেন সবুজ প্রমুখ মানিক (১৯) কে গ্রেফতার করা হয়। সে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নন্দীগ্রাম এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে সোনাইমুড়ীর ২নং নদোনা ইউনিয়নের পাঁচবাড়ীয়া এলাকায় একটি ডোবা থেকে নিহতের অটোরিকশার চারটি পুরোনো ব্যাটারি উদ্ধার করে।

উল্লেখ্য,গত ২৫ মে সোনাইমুড়ী থানায় নিহত রাহেদ হোসেন (১৮)-এর পিতা ইউসুফ কামাল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হয় এফআইআর নং-১৮, ধারা-৩৯৪/৩০২/২০১/৩৪ এর অধীনে। এ মামলায় আগেই এজাহারভুক্ত ২ নম্বর আসামি নাহিদ এবং তদন্তে প্রাপ্ত আসামি সাইফুল ইসলাম বাবুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া শাহাদাত হোসেন সবুজের বিরুদ্ধে এর আগেও চুরি-ডাকাতির মামলা রয়েছে। ২০২৩ সালের ১০ ডিসেম্বর চন্দ্রগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে  জানিয়েছে পুলিশ।