০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

ডালাসের জমকালো উৎসবে বাংলার নকশীকাঁথা

  • আপডেট: ১২:২৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ১৮০১৫

 

বি‌নোদন প্রতি‌বেদক:

ডালাসে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ৮ম বাংলা চলচ্চিত্র উৎসব। এই উৎসব নিয়ে আয়োজকরা জানান, যদিও বলা হচ্ছে চলচ্চিত্র উৎসব আসলে এটা ছিল বাংলাদেশের সংস্কৃতির নানা বিষয়ের এক সম্মিলিত মেলা! প্রবাসী বাঙালিদের আত্মপরিচয়ের উৎসব। বাংলা ভাষা, চলচ্চিত্র ও ঐতিহ্যের শিল্পিত উদযাপন।

‘সৃজন হাট’ এর আয়োজনে ডালাসের এঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিত হয় এই উৎসব। ‘নকশীকাঁথার ছবি’ শিরোনামে বিশেষ ফ্যাশন শো ও পোশাক প্রদর্শনী ছিল এই উৎসবের অন্যতম আকর্ষণ।

বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন- খালিদ মাহমুদ খান (কে ক্র্যাফট), তাহসিনা শাহীন (সাদাকালো), লিপি খন্দকার (বিবিয়ানা), কনক আদিত্য (দেশাল), ফারজানা রিপা (সিগনেট), মাধুরী সঞ্চিতা (ঋ), আফরোজা আজিজ মুন্নি (রঙরেজিনী) ও আমিনুল ইসলাম (বাংলা সেলাই)।

অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করছেন মহামায়া শিকদার (রানিং স্টিচ), ডালিয়া মিত্র (দশভুজা) ও পাপড়ি বসাক (সাদাফ ডিজাইন)।

এবারের উৎসবের থিম ছিল বাংলার নকশীকাঁথা। বিলুপ্তির হুমকিতে থাকা বাংলার ঐতিহ্য নকশীকাঁথাকে আলোচনায় নিয়ে আসা, মানুষের মাঝে নকশীকাঁথা নিয়ে সচেতনতা গড়ে তোলা ছিল এর উদ্দেশ্য। নকশীকাঁথা শিল্পী আমিনুল ইসলাম এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন তাঁর নান্দনিক নকশীকাঁথার নজরকাড়া সব কাজ নিয়ে। যা উৎসবে আগত সব দর্শনার্থীকে মুগ্ধ করে। ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

উৎসবে বাংলাদেশ ও ভারত থেকে অংশগ্রহণকারী সকল শিল্পী ও প্রতিষ্ঠান তাঁদের নিজ নিজ কাজ দিয়ে ডালাসের উৎসব অঙ্গনকে রাঙিয়ে দিয়ে গেছেন। বিশেষ করে বিলুপ্ত হতে বসা বাংলার ঐতিহ্য নকশীকাঁথাকে সার্থকভাবে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপিত করা এই আয়োজনের অন্যতম সাফল্য।

আমিনুল ইসলাম জানান, তিনি অনেক ধরণের হতাশার মাঝে এই আয়োজনের মধ্য দিয়ে আলো দেখতে পেয়েছেন। বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতি অবশ্যই স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়াবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডালাসের জমকালো উৎসবে বাংলার নকশীকাঁথা

আপডেট: ১২:২৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

 

বি‌নোদন প্রতি‌বেদক:

ডালাসে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ৮ম বাংলা চলচ্চিত্র উৎসব। এই উৎসব নিয়ে আয়োজকরা জানান, যদিও বলা হচ্ছে চলচ্চিত্র উৎসব আসলে এটা ছিল বাংলাদেশের সংস্কৃতির নানা বিষয়ের এক সম্মিলিত মেলা! প্রবাসী বাঙালিদের আত্মপরিচয়ের উৎসব। বাংলা ভাষা, চলচ্চিত্র ও ঐতিহ্যের শিল্পিত উদযাপন।

‘সৃজন হাট’ এর আয়োজনে ডালাসের এঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিত হয় এই উৎসব। ‘নকশীকাঁথার ছবি’ শিরোনামে বিশেষ ফ্যাশন শো ও পোশাক প্রদর্শনী ছিল এই উৎসবের অন্যতম আকর্ষণ।

বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন- খালিদ মাহমুদ খান (কে ক্র্যাফট), তাহসিনা শাহীন (সাদাকালো), লিপি খন্দকার (বিবিয়ানা), কনক আদিত্য (দেশাল), ফারজানা রিপা (সিগনেট), মাধুরী সঞ্চিতা (ঋ), আফরোজা আজিজ মুন্নি (রঙরেজিনী) ও আমিনুল ইসলাম (বাংলা সেলাই)।

অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করছেন মহামায়া শিকদার (রানিং স্টিচ), ডালিয়া মিত্র (দশভুজা) ও পাপড়ি বসাক (সাদাফ ডিজাইন)।

এবারের উৎসবের থিম ছিল বাংলার নকশীকাঁথা। বিলুপ্তির হুমকিতে থাকা বাংলার ঐতিহ্য নকশীকাঁথাকে আলোচনায় নিয়ে আসা, মানুষের মাঝে নকশীকাঁথা নিয়ে সচেতনতা গড়ে তোলা ছিল এর উদ্দেশ্য। নকশীকাঁথা শিল্পী আমিনুল ইসলাম এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন তাঁর নান্দনিক নকশীকাঁথার নজরকাড়া সব কাজ নিয়ে। যা উৎসবে আগত সব দর্শনার্থীকে মুগ্ধ করে। ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

উৎসবে বাংলাদেশ ও ভারত থেকে অংশগ্রহণকারী সকল শিল্পী ও প্রতিষ্ঠান তাঁদের নিজ নিজ কাজ দিয়ে ডালাসের উৎসব অঙ্গনকে রাঙিয়ে দিয়ে গেছেন। বিশেষ করে বিলুপ্ত হতে বসা বাংলার ঐতিহ্য নকশীকাঁথাকে সার্থকভাবে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপিত করা এই আয়োজনের অন্যতম সাফল্য।

আমিনুল ইসলাম জানান, তিনি অনেক ধরণের হতাশার মাঝে এই আয়োজনের মধ্য দিয়ে আলো দেখতে পেয়েছেন। বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতি অবশ্যই স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়াবে।