পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড ও সাক্ষাৎকার অনুষ্ঠিত
- আপডেট: ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে আজ বুধবার (১৫ অক্টোবর) পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণ করেন কনস্টেবল থেকে নায়েক, নায়েক থেকে এএসআই (সশস্ত্র),এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র),কনস্টেবল থেকে এটিএসআই এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির প্রার্থীরা।
পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষা কমিটির সদস্য নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন,মো.জামিলুল হক,সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল),লক্ষ্মীপুর; আরআই,পুলিশ লাইন্স নোয়াখালীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও অংশগ্রহণকারী পরীক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য,বিভাগীয় পদোন্নতি পরীক্ষার এই ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে পুলিশের দক্ষতা ও পেশাদারিত্ব আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।




















