১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে আনসারের ১০০ সদস্য

  • আপডেট: ০৮:৪৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ১৮০২২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০০ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনীর সঙ্গে আনসার সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধার তৎপরতায় সক্রিয়ভাবে অংশ নেন।

আনসার সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে পানির সরবরাহ, সরঞ্জাম পরিবহন এবং কারখানার ভেতরে আটকা পড়া শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেন। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

এছাড়া, আনসার সদস্যরা কারখানার আশপাশে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আগুনের খবর পেয়ে বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হলে তারা শৃঙ্খলা বজায় রেখে উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন করতে সহায়তা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রাম ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে আনসারের ১০০ সদস্য

আপডেট: ০৮:৪৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০০ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনীর সঙ্গে আনসার সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধার তৎপরতায় সক্রিয়ভাবে অংশ নেন।

আনসার সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে পানির সরবরাহ, সরঞ্জাম পরিবহন এবং কারখানার ভেতরে আটকা পড়া শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেন। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

এছাড়া, আনসার সদস্যরা কারখানার আশপাশে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আগুনের খবর পেয়ে বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হলে তারা শৃঙ্খলা বজায় রেখে উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন করতে সহায়তা করেন।