০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

কিশোর গ্যাং,মাদক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে জনগণকে সচেতন করছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম

  • আপডেট: ০৩:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ১৮০৪৮

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানাধীন দুর্গম চর এলাহী এলাকার দরবার শরীফ জামে মসজিদে আজ শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ আদায় করেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।

খুতবার পূর্বে তিনি স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে সমাজে বিদ্যমান নানা সামাজিক সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি কিশোর গ্যাং,মাদক,গুজব,সড়ক দুর্ঘটনা,পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং থানা থেকে হয়রানিমুক্ত পুলিশি সেবা গ্রহণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। পাশাপাশি মা-বাবা ও পরিবারের প্রবীণ সদস্যদের যত্ন নেওয়ার গুরুত্বও তিনি তুলে ধরেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন,সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকে নিজের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হলে অপরাধ দমন সহজ হবে।

এ সময় সংশ্লিষ্ট বিটের বিট অফিসার,চরবালুয়া ক্যাম্পের ইনচার্জ (আইসি)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জুমার নামাজ শেষে তিনি চরবালুয়া ক্যাম্প পরিদর্শন করেন এবং ক্যাম্প এলাকার গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থলসমূহ ঘুরে দেখেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কিশোর গ্যাং,মাদক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে জনগণকে সচেতন করছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম

আপডেট: ০৩:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানাধীন দুর্গম চর এলাহী এলাকার দরবার শরীফ জামে মসজিদে আজ শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ আদায় করেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।

খুতবার পূর্বে তিনি স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে সমাজে বিদ্যমান নানা সামাজিক সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি কিশোর গ্যাং,মাদক,গুজব,সড়ক দুর্ঘটনা,পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং থানা থেকে হয়রানিমুক্ত পুলিশি সেবা গ্রহণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। পাশাপাশি মা-বাবা ও পরিবারের প্রবীণ সদস্যদের যত্ন নেওয়ার গুরুত্বও তিনি তুলে ধরেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন,সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকে নিজের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হলে অপরাধ দমন সহজ হবে।

এ সময় সংশ্লিষ্ট বিটের বিট অফিসার,চরবালুয়া ক্যাম্পের ইনচার্জ (আইসি)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জুমার নামাজ শেষে তিনি চরবালুয়া ক্যাম্প পরিদর্শন করেন এবং ক্যাম্প এলাকার গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থলসমূহ ঘুরে দেখেন।