রামপুরার ধর্ষণ মামলার আসামী মেহেদী চট্টগ্রাম থেকে গ্রেফতার
- আপডেট: ০৮:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ১৮০২২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর রামপুরার এক ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র আসামী মো.মেহেদী হাসান মাহিম (২৬) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার(১৮ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেট সংলগ্ন আলী শাহ পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও র্যাব-৭ এর যৌথ দল।
শনিবার(১৮ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা যায়,ডিএমপি রামপুরা থানায় দায়ের করা ধর্ষণ মামলা নং-১৮, তাং ১৩/০৯/২০২৫,ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(খ) অনুযায়ী মামলার একমাত্র আসামী ছিলেন মেহেদী হাসান মাহিম। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পাঠানপুর এলাকার মো.মনির হোসেন ও তাসলিমা আক্তারের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর পূর্ব রামপুরার আয়েশা প্যালেসের ভাড়াটিয়া ছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়,ভিকটিম সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আসামীর সঙ্গে তার পরিচয় হয় এক রেস্টুরেন্টে,যা থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামী একাধিকবার ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সর্বশেষ ১২ সেপ্টেম্বর রাতে পূর্ব রামপুরার আয়েশা প্যালেসে ডেকে নিয়ে গিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে বলা হয়েছে।
ঘটনার পর আসামী আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মেহেদী হাসান মাহিম ধর্ষণের ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।




















