বেগমগঞ্জে পুলিশ অভিযান: ইয়াবাসহ গ্রেফতার ৪
- আপডেট: ০৯:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ১৮০৩৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে এবং জিআর ও সিআর পরোয়ানায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.লিটন এ তথ্য জানান।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.আব্দুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। এসআই (নিঃ) আবদুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদকসহ দুইজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো,মো.জাফর (৩১),মো,তুহিন (৩৫), ফয়েজ উল্লাহ ওরফে লিটন ও ইছমাইল আফিব (২২)।
তিনি জানায়,জিআর পরোয়ানা নং ৩০০/২৪ এর ফয়েজ উল্লাহ ওরফে লিটন এবং সিআর পরোয়ানা নং ২৮২/২৫ এর আসামি ইছমাইল আফিব (২২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি মো.লিটন দেওয়ান বলেন,বেগমগঞ্জ থানায় অপারেশন ডেভিল হান্ট চালু আছে। মাদক,অস্ত্র এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





















