আদাবরের রিপন হত্যা মামলার আসামি ‘কুমির রুবেল’ গ্রেফতার
- আপডেট: ০৯:৩৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১৮০১৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর আদাবর থানার চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার অন্যতম আসামি ও শীর্ষ সন্ত্রাসী মো.রুবেল ওরফে কুমির রুবেলকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে মাদারীপুরের ডাসার উপজেলায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-২ ও র্যাব-৮।
র্যাব-২ এর সহকারী পরিচালক আছাদুজ্জামান জনান, আদাবর থানার ১০ নম্বর বালুর মাঠ সংলগ্ন এলাকায় রিপনের (৩০) একটি চায়ের দোকান ছিল। তিনি স্থানীয় বস্তির ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করতেন। আসামিরা নিয়মিত তার দোকানে বাকি টাকায় খাবার খেত এবং দীর্ঘদিন ধরে বস্তিতে মাদক বিক্রি ও সেবন করত। রিপন তাদের এই কার্যকলাপে বাধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়।
এরপর গত ১৬ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে রিপনের বাড়িতে ঢুকে রিপন ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রিপনের ছেলে চিৎকার করলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা রিপনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ৪৫ মিনিটে রিপন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও বলেন,নিহত রিপনের স্ত্রী বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ ও র্যাব-৮ যৌথভাবে অভিযান চালায় এবং মাদারীপুরের ডাসার এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।




















