হযরত শাহজালালে অগ্নিকাণ্ডে আহত আনসার সদস্যদের খোঁজ নিতে সিএমএইচে মহাপরিচালক
- আপডেট: ০১:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১৮০২২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আনসার সদস্যদের খোঁজ নিতে আজ রবিবার (১৮ অক্টোবর) সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ),ঢাকা পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
পরিদর্শনকালে তিনি আহত আনসার সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের মনোবল বৃদ্ধির জন্য কথা বলেন। একই সঙ্গে তিনি চিকিৎসকদের আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশনা দেন।
এ সময় সিএমএইচের ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল মো.আব্দুল হামিদ, ডিএমএ পরিচালক মো.আসাদুজ্জামান গনীসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে অংশ নেন এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেন। প্রায় দুই হাজার আনসার সদস্যের সক্রিয় অংশগ্রহণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় ২৫ জন আনসার সদস্য আহত হন। তাদের মধ্যে ১০ জনকে সিএমএইচ,৮ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।




















