১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

‘মা ইলিশ’ রক্ষায় বরিশাল অঞ্চলে নৌ পুলিশের বিশেষ অভিযান

  • আপডেট: ০৮:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ১৮০১৯

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

সরকার ঘোষিত ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান–২০২৫” উপলক্ষে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক টিম সোমবার বরিশাল অঞ্চলের বিভিন্ন নদ-নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করেছে।

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এর দিকনির্দেশনায় এবং নৌ পুলিশের ডিআইজি মো.মিজানুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নৌ পুলিশের পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইনান্স) মাসুমা আক্তার,নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস. এম.নাজমুল হকসহ হেডকোয়ার্টার্সে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও ফোর্স সদস্য অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে অবৈধভাবে ইলিশ আহরণে ব্যবহৃত জাল ও মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় অসহায়, দরিদ্র ও এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় বরিশাল অঞ্চলের নৌ পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ির টিমও তাদের চলমান অভিযান জোরদার করে। নৌ পুলিশের কর্মকর্তারা জানান,‘মা ইলিশ’ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রাখতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান,বলেন,‘মা ইলিশ’সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে আছি। নদীতে অবৈধভাবে মাছ ধরা ও জাল ফেলা বন্ধে নৌ পুলিশ সর্বদা তৎপর থাকবে।”

নৌ পুলিশ সূত্রে জানা গেছে,৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। মা ইলিশের প্রজননকালীন সময়ে ইলিশ আহরণ,মজুদ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

‘মা ইলিশ’ রক্ষায় বরিশাল অঞ্চলে নৌ পুলিশের বিশেষ অভিযান

আপডেট: ০৮:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

সরকার ঘোষিত ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান–২০২৫” উপলক্ষে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক টিম সোমবার বরিশাল অঞ্চলের বিভিন্ন নদ-নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করেছে।

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এর দিকনির্দেশনায় এবং নৌ পুলিশের ডিআইজি মো.মিজানুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নৌ পুলিশের পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইনান্স) মাসুমা আক্তার,নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস. এম.নাজমুল হকসহ হেডকোয়ার্টার্সে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও ফোর্স সদস্য অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে অবৈধভাবে ইলিশ আহরণে ব্যবহৃত জাল ও মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় অসহায়, দরিদ্র ও এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় বরিশাল অঞ্চলের নৌ পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ির টিমও তাদের চলমান অভিযান জোরদার করে। নৌ পুলিশের কর্মকর্তারা জানান,‘মা ইলিশ’ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রাখতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান,বলেন,‘মা ইলিশ’সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে আছি। নদীতে অবৈধভাবে মাছ ধরা ও জাল ফেলা বন্ধে নৌ পুলিশ সর্বদা তৎপর থাকবে।”

নৌ পুলিশ সূত্রে জানা গেছে,৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। মা ইলিশের প্রজননকালীন সময়ে ইলিশ আহরণ,মজুদ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।