যাত্রাবাড়িতে ১৫ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ০৯:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১৮০১৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ীতে আনুমানিক সাড়ে চার লাখ টাকা মূল্যমানের ১৫ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম–মো. এরশাদ হোসেন।
সোমবার(২০ অক্টোবর) বিকালে যাত্রাবাড়ী থানাধীন রহমান সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০,যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন।
তিনি জানান,র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বিকাল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী থানাধীন রহমান সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এতে ১৫ কেজি গাঁজাসহ পেশাদার মাদক চক্রের সক্রিয় সদস্য এরশাদ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনের ১ টি মামলা রয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।




















