ভোলার তজুমদ্দিনে দুই লাইটার জাহাজে সংঘর্ষ,১৩ ক্রু উদ্ধার করলো কোস্ট গার্ড
- আপডেট: ০১:২০:২০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১৮০২০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ভোলার তজুমদ্দিনে দুটি লাইটার জাহাজের সংঘর্ষের পর চরে আটকে পড়া একটি জাহাজ থেকে ১৩ জন ক্রুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার(২১ অক্টোবর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,সোমবার রাত ২টার দিকে তজুমদ্দিন থানার বরিশাল বাজার লালঘাট আইল্যান্ড সংলগ্ন এলাকায় ‘এমভি উম্মে হাবিবা’নামের একটি লাইটার জাহাজ অপর একটি লাইটার জাহাজ ‘এমভি মডার্ন মেরিন-১৯’-এর সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর ‘এমভি মডার্ন মেরিন-১৯’জাহাজটির তলদেশ ফেটে গিয়ে পানি ঢুকতে শুরু করে এবং জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে যায়।
পরে বিপদগ্রস্ত জাহাজের ক্রুরা কোস্ট গার্ডের সহায়তা চান। তথ্য পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন রামগতি থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৩ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত ক্রুদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,“বাংলাদেশ কোস্ট গার্ড সবসময়ই মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।”




















