বেগমগঞ্জে বিদেশি পিস্তল,গুলি ও ইয়াবাসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
- আপডেট: ০১:৫১:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১৮০১৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর বেগমগঞ্জে র্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,নোয়াখালীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ মো.ফয়েজ আহমেদ (৩৬) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের নানুপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু।
র্যাব জানায়,দীর্ঘদিন ধরে কুখ্যাত অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ফয়েজ আহমেদের বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এসময় তার শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল,চার রাউন্ড তাজা গুলি,একটি ম্যাগাজিন এবং তার পরিহিত লুঙ্গির কোচর থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়েজ স্বীকার করেছে যে, উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সে বিভিন্ন দাঙ্গা-হাঙ্গামা এবং বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
মিঠুন কুমার কুণ্ডু বলেন,উদ্ধারকৃত অস্ত্র,গুলি,ইয়াবা ট্যাবলেট এবং গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




















