সোনাইমুড়ীতে পুলিশের অভিযান:হত্যা মামলার দুই আসামি গ্রেফতার,চোরাই অটোরিকশা উদ্ধার
- আপডেট: ১০:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১৮০১২
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই একটি অটোরিকশাও উদ্ধার করা হয়।
সোমবার (২১ অক্টোবর) সকালে সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন,মো.রাসেল (২৩),পিতা আমিন মিয়া, মাতা মরিয়ম বেগম,সাং পূর্ব সোনাইমুড়ী (আমিন মিয়ার নতুন বাড়ি),৬নং পৌর ওয়ার্ড,থানা সোনাইমুড়ী এবং আব্দুল হান্নান ওরফে রতন (৪২),পিতা মৃত আব্দুস সাত্তার,মাতা আফিয়া বেগম,সাং দক্ষিণ গোরকাটা (ধন কাজী বেপারী বাড়ি),২নং ওয়ার্ড,৫নং অর্জুনতলা ইউনিয়ন,থানা সেনবাগ,জেলা নোয়াখালী।
সোনাইমুড়ী থানা সূত্রে জানা গেছে,খুন মামলা নং–১৭, তারিখ–২১/১০/২০২৫ ইং,ধারা–৪৫৭/৩৮০/৩০২/২০১/৩৪ পেনাল কোড-এর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার সকালে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মনির হোসেন।
অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মিঠুন চন্দ্র শীল, এসআই (নিঃ) ইসরাফিল সরকার,এএসআই (নিঃ) নাজমুল ইসলাম, এএসআই (নিঃ) জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্স।
অভিযানে চোরাই যাওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুকের সার্বিক দিকনির্দেশনা ও চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাশের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম বলেন,খুন মামলার তদন্তে গুরুত্বপূর্ণ দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



















