অবসরপ্রাপ্ত ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন আর নেই
- আপডেট: ১১:৪১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অবসরপ্রাপ্ত ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টা ২৫ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (ব্রেন স্ট্রোক) কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর ৩ মাস ২৩ দিন।
মরহুম কাজী আনোয়ার হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৭ সালের ৩০ জুন জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব কাজী ইয়াকুব আলী এবং মাতা জয়বুন নেছা।
তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবনে সততা,দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ, ঢাকার শ্রদ্ধেয় শ্বশুর ছিলেন মরহুম কাজী আনোয়ার হোসেন।
তাঁর মৃত্যুতে হাইওয়ে পুলিশ পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।




















