ভোলায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে ৬টি অবৈধ ট্রলিং বোট জব্দ
- আপডেট: ০২:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ভোলার চরফ্যাশনে যৌথ অভিযানে ৬টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর।
সোমবার (২৭ অক্টোবর) বিকাল থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চরফ্যাশন থানাধীন শুকখালি খালে অভিযান চালানো হয়। এসময় ৬টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোটগুলো থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং বোটগুলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুলারহাট থানায় হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সময় বা অবৈধ উপায়ে মাছ ধরার বিরুদ্ধে এ ধরনের অভিযান জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে।



















