১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

পাকিস্তান আসছে বাংলাদেশ সফরে

  • আপডেট: ১০:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৮১৪৩

টানা দুই ম্যাচ হেরে ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। নিয়মরক্ষার ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল। এরপরই দেশে ফিরবে টাইগাররা। এরপরের কয়েক মাস বাংলাদেশের সূচিতে শুধু পাকিস্তান আর পাকিস্তান। মে মাসের শেষের দিকে, পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজের দল। এরপর জুলাইতে পাকিস্তানও আসবে বাংলাদেশ সফরে। তাও আবার সূচিতে থাকা সিরিজ বাদ দিয়ে!

বিসিবি প্রস্তাব দিয়েছিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ আয়োজনের। তাতে সাড়া দিয়ে পাকিস্তান আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এফটিপির বাইরে থাকা এই সিরিজ আয়োজন করতে সম্মত হয়েছে পাকিস্তান।

দুবাই থেকে ফারুক আহমেদ বলেন, ‘বড় টুর্নামেন্টে বিভিন্ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। পিসিবির সঙ্গে আমাদের কথাবার্তায় তারা বাংলাদেশ সফরের বিষয়ে সম্মতি দিয়েছে।

পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে আলোচনার ভিত্তিতে পাকিস্তান বোর্ড তাদের এফটিপি পুনর্বিন্যাস করে সময় বের করবে। বর্তমানে জুলাইয়ের শেষ দিকে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা রয়েছে। সে সূচিকে অন্য সময় নিয়ে গিয়ে তখন বাংলাদেশে আসতে চাইছে পাকিস্তান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পাকিস্তান আসছে বাংলাদেশ সফরে

আপডেট: ১০:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

টানা দুই ম্যাচ হেরে ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। নিয়মরক্ষার ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল। এরপরই দেশে ফিরবে টাইগাররা। এরপরের কয়েক মাস বাংলাদেশের সূচিতে শুধু পাকিস্তান আর পাকিস্তান। মে মাসের শেষের দিকে, পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজের দল। এরপর জুলাইতে পাকিস্তানও আসবে বাংলাদেশ সফরে। তাও আবার সূচিতে থাকা সিরিজ বাদ দিয়ে!

বিসিবি প্রস্তাব দিয়েছিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ আয়োজনের। তাতে সাড়া দিয়ে পাকিস্তান আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এফটিপির বাইরে থাকা এই সিরিজ আয়োজন করতে সম্মত হয়েছে পাকিস্তান।

দুবাই থেকে ফারুক আহমেদ বলেন, ‘বড় টুর্নামেন্টে বিভিন্ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। পিসিবির সঙ্গে আমাদের কথাবার্তায় তারা বাংলাদেশ সফরের বিষয়ে সম্মতি দিয়েছে।

পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে আলোচনার ভিত্তিতে পাকিস্তান বোর্ড তাদের এফটিপি পুনর্বিন্যাস করে সময় বের করবে। বর্তমানে জুলাইয়ের শেষ দিকে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা রয়েছে। সে সূচিকে অন্য সময় নিয়ে গিয়ে তখন বাংলাদেশে আসতে চাইছে পাকিস্তান।