০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

মিরপুরে ১০৫ ভরি স্বর্ণ ডাকাতির মূলহোতা গ্রেফতার : স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

  • আপডেট: ০৭:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসা থেকে ১০৫ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৩২ লাখ টাকার ডাকাতির মামলায় মূলহোতা মো. বিল্লাল হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে লুট করা স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এবং র‌্যাব-৮ এর যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন–মো. বিল্লাল হোসেন (মূল হোতা ও পরিকল্পনাকারী), মো.হোসেন ওরফে সোহান, বকুল বিবি ও কুলসুম বিবি (৫০)।

শুক্রবার(৩১ অক্টোবর) র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়,গত ১৯ অক্টোবর সকাল ১০টার দিকে মিরপুরের দারুস সালাম থানাধীন গাবতলী হাজী আহসান উল্লাহ মসজিদ মার্কেট এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার দিন ভিকটিম তার দোকানে যাওয়ার পরপরই কয়েকজন মুখোশধারী ব্যক্তি তার বাসায় প্রবেশ করে। পরবর্তীতে অস্ত্রের মুখে তার স্ত্রীকে মারধর করে হাত-পা বেঁধে আলমারীর লকার ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার টাকা,১০৫ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা) ও একটি ওয়ানপ্লাস মোবাইল ফোন (মূল্য আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা) ডাকাতি করে নিয়ে যায়।

র‍্যাব জানায়,চাঞ্চল্যকর এ ঘটনায় দারুস সালাম থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার পর র‌্যাব-৪ এর একটি দল তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার সদরঘাট এলাকা থেকে মূল হোতা বিল্লাল হোসেনকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-৮ এর যৌথ দল ভোলা সদর থানার উত্তর ভেদুরিয়ায় অভিযান চালিয়ে আরো তিনজন সহযোগীকে গ্রেফতার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—স্বর্ণালংকার (১ ভরি ১০ আনা), সিটি গোল্ড স্বর্ণালংকার (৮ ভরি ২ আনা), নগদ ৮০ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন।

র‌্যাব জানায়,ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরে ১০৫ ভরি স্বর্ণ ডাকাতির মূলহোতা গ্রেফতার : স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

আপডেট: ০৭:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসা থেকে ১০৫ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৩২ লাখ টাকার ডাকাতির মামলায় মূলহোতা মো. বিল্লাল হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে লুট করা স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এবং র‌্যাব-৮ এর যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন–মো. বিল্লাল হোসেন (মূল হোতা ও পরিকল্পনাকারী), মো.হোসেন ওরফে সোহান, বকুল বিবি ও কুলসুম বিবি (৫০)।

শুক্রবার(৩১ অক্টোবর) র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়,গত ১৯ অক্টোবর সকাল ১০টার দিকে মিরপুরের দারুস সালাম থানাধীন গাবতলী হাজী আহসান উল্লাহ মসজিদ মার্কেট এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার দিন ভিকটিম তার দোকানে যাওয়ার পরপরই কয়েকজন মুখোশধারী ব্যক্তি তার বাসায় প্রবেশ করে। পরবর্তীতে অস্ত্রের মুখে তার স্ত্রীকে মারধর করে হাত-পা বেঁধে আলমারীর লকার ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার টাকা,১০৫ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা) ও একটি ওয়ানপ্লাস মোবাইল ফোন (মূল্য আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা) ডাকাতি করে নিয়ে যায়।

র‍্যাব জানায়,চাঞ্চল্যকর এ ঘটনায় দারুস সালাম থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার পর র‌্যাব-৪ এর একটি দল তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার সদরঘাট এলাকা থেকে মূল হোতা বিল্লাল হোসেনকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-৮ এর যৌথ দল ভোলা সদর থানার উত্তর ভেদুরিয়ায় অভিযান চালিয়ে আরো তিনজন সহযোগীকে গ্রেফতার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—স্বর্ণালংকার (১ ভরি ১০ আনা), সিটি গোল্ড স্বর্ণালংকার (৮ ভরি ২ আনা), নগদ ৮০ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন।

র‌্যাব জানায়,ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।