০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

বাসে নারীকে হেনস্তা: মোহাম্মদপুর থেকে সেই হেলপার গ্রেফতার

  • আপডেট: ০৮:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে চলন্ত বাসে পোশাক নিয়ে এক নারীকে হেনস্তার অভিযোগে রমজান পরিবহনের বাসের হেলপার নিজামুদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার(৩০ অক্টোবর) মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল। এরপর তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার(৩১ অক্টোবর) র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন,গ্রেফতার নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এর আগে গত ২৯ অক্টোবর সিদরাতুল মুনতাহা রহমান নামে এক নারীকে হেনস্তার ঘটনাটি ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন।

আজ ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় জানিয়ে একটি পোস্ট দেন ভুক্তভোগী সিদরাতুল মুনতাহা রহমান। তিনি লিখেছেন,‘আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।’

তিনি জানান,এ ঘটনার পর প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাসে নারীকে হেনস্তা: মোহাম্মদপুর থেকে সেই হেলপার গ্রেফতার

আপডেট: ০৮:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে চলন্ত বাসে পোশাক নিয়ে এক নারীকে হেনস্তার অভিযোগে রমজান পরিবহনের বাসের হেলপার নিজামুদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার(৩০ অক্টোবর) মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল। এরপর তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার(৩১ অক্টোবর) র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন,গ্রেফতার নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এর আগে গত ২৯ অক্টোবর সিদরাতুল মুনতাহা রহমান নামে এক নারীকে হেনস্তার ঘটনাটি ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন।

আজ ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় জানিয়ে একটি পোস্ট দেন ভুক্তভোগী সিদরাতুল মুনতাহা রহমান। তিনি লিখেছেন,‘আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।’

তিনি জানান,এ ঘটনার পর প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।