কারওয়ান বাজারে র্যাবের অভিযান: ২৮৭০ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- আপডেট: ০৭:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রি,সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ ও দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২-এর ভ্রাম্যমাণ আদালত।
রবিবার(২ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কারওয়ান বাজার এলাকার কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সরবরাহ করছে। পরে র্যাব-২ ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে অভিযান চালিয়ে ২ হাজার ৮৭০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ১৫০০০ টাকা জরিমানা করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহার রোধে র্যাবের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


















