১০:৩১ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

পুলিশ জনগণের বন্ধু এবং শান্তির অগ্রদূত:চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

  • আপডেট: ১০:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি মো.আহসান হাবীব পলাশ (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেছেন, পুলিশ জনগণের বন্ধু,অংশীদার এবং শান্তির অগ্রদূত।

রবিবার(২ নভেম্বর) রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে সম্প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ এর উদ্বোধনী ও ট্রফি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম-কমিশনার (হেডকোয়ার্টার্স),ফরিদা ইয়াসমিন,রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ,ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদীব লুনা,জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সরিৎ কুমার চাকমা,রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য জনাব বরুণ বিকাশ দেওয়ান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন-অর-রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন,“খেলাধুলা কেবল বিনোদন নয়,এটি সমাজে শৃঙ্খলা,ন্যায়বোধ ও পারস্পরিক সহযোগিতা গড়ে তোলে। খেলাধুলা মানসিক বিকাশ ও ইতিবাচক চিন্তার অন্যতম মাধ্যম। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের এই আয়োজন প্রমাণ করে—পুলিশ জনগণের বন্ধু, অংশীদার এবং শান্তির অগ্রদূত। পাহাড়ের এই অঞ্চলে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সংস্কৃতি রক্ষায় এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।”

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন,“রাঙ্গামাটি জেলা পুলিশ সর্বদা শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে কাজ করছে। পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করছে—আমাদের লক্ষ্য সেই সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করা। খেলাধুলা এমন একটি প্ল্যাটফর্ম,যেখানে সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারে,যা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।”

ফুটবল ম্যাচে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি ০-০ গোলে সমতার পর টাইব্রেকারে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ৪-২ গোলে জয়লাভ করে।

ম্যাচ শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় জনপ্রতিনিধি,ক্রীড়াবিদ, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুলিশ জনগণের বন্ধু এবং শান্তির অগ্রদূত:চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

আপডেট: ১০:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি মো.আহসান হাবীব পলাশ (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেছেন, পুলিশ জনগণের বন্ধু,অংশীদার এবং শান্তির অগ্রদূত।

রবিবার(২ নভেম্বর) রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে সম্প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ এর উদ্বোধনী ও ট্রফি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম-কমিশনার (হেডকোয়ার্টার্স),ফরিদা ইয়াসমিন,রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ,ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদীব লুনা,জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সরিৎ কুমার চাকমা,রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য জনাব বরুণ বিকাশ দেওয়ান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন-অর-রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন,“খেলাধুলা কেবল বিনোদন নয়,এটি সমাজে শৃঙ্খলা,ন্যায়বোধ ও পারস্পরিক সহযোগিতা গড়ে তোলে। খেলাধুলা মানসিক বিকাশ ও ইতিবাচক চিন্তার অন্যতম মাধ্যম। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের এই আয়োজন প্রমাণ করে—পুলিশ জনগণের বন্ধু, অংশীদার এবং শান্তির অগ্রদূত। পাহাড়ের এই অঞ্চলে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সংস্কৃতি রক্ষায় এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।”

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন,“রাঙ্গামাটি জেলা পুলিশ সর্বদা শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে কাজ করছে। পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করছে—আমাদের লক্ষ্য সেই সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করা। খেলাধুলা এমন একটি প্ল্যাটফর্ম,যেখানে সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারে,যা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।”

ফুটবল ম্যাচে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি ০-০ গোলে সমতার পর টাইব্রেকারে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ৪-২ গোলে জয়লাভ করে।

ম্যাচ শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় জনপ্রতিনিধি,ক্রীড়াবিদ, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।