০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

রাজউক মহাখালী জোনের সীমাহীন দুর্নীতি, ইমারত পরিদর্শক আলিনুর ও আবুল কালাম’র সম্পদের পাহাড়

  • আপডেট: ০৭:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ১৮০০১

এম এন আলী নাইম :
রাজউক মহাখালী জোনের সীমাহীন দুর্নীতি। ইমারত পরিদর্শক আলিনুর. আবুল কালাম আজাদসহ প্রায় শতাধিক কর্মচারি কর্মকর্তার সম্পদের পাহাড়। সেবা প্রত্যাশী বাড়ির মালিকগণ জিম্মি হয়ে পড়েছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মহাখালী জোন -৩/২ এর ইমারত পরিদর্শক আলিনুর. আবুল কালাম আজাদ চক্রের কাছে। এই পরিদর্শকদের মাধ্যমে গড়ে উঠা ২৪/২৫ জনের একটি সংঘবদ্ধ দল কারণে অকারণে বাড়ির মালিকদের বিরুদ্ধে চূড়ান্ত নোটিশ জারি করে। এতে থাকে বাড়ি ভাঙ্গার নির্দেশনা মুলক হুমকি। চক্রের মাধ্যমে নোটিশ বাড়ির মালিকের নিকট প্রেরণ করেন। ভয়ে বাড়ির মালিকগণ বাধ্য হয়ে ইমারত পরিদর্শকদের সোর্সের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে ম্যাসেজ করে। টাকা পেলে মৌখিকভাবে কিংবা চূড়ান্ত নোটিশের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। ইমারত পরিদর্শক আলিনুর একজন ছদ্দবেশি প্রতারক বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। বেষভুষায় নিজেকে সৎ হিসাবে উপস্থাপন করলেও প্রকৃত পক্ষে ঘুষ ছাড়া কোন প্রকার কাজ করেন না আলিনুর। পরিদর্শক আলিনুর আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে বাড়ির মালিকদের নিয়মিত চূড়ান্ত নোটিসের মাধ্যমে বাড়ি ভাঙার ভয় দেখিয়ে হয়রানি করেই আসছে। ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ মূলত আওয়ামী পরিবারের সন্তান। পরিদর্শক আলিনুর আবুল কালাম আজাদের নির্দেশে গড়ে উঠা চক্র বাড়ির মালিকদের চূড়ান্ত নোটিশ প্রেরণ করে, বাড়ির মালিকদের ভয় ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণ করে। আবুল কালাম আজাদ ও আলিনুরের কাছে চূড়ান্ত নোটিশের বিষয় জানতে চাইলে তারা এই বিষয়ে মন্তব্য করেননি, তবে প্রতিনিধিকে বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। সঠিক তথ্য না দেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বাড়ি নাম্বার -০৫.রোড নং -০৩.ব্লক -ই সেকশন -১ মিরপুর ঢাকা। বাড়ি নং -০৯. রোড নং -০৫. ব্লক.-ই সেকশন -১ মিরপুর ঢাকাসহ প্রায় আরো অর্ধশত চুড়ান্ত নোটিশের সন্ধান পাওয়াগেছে। কয়েকটি চুড়ান্ত নোটিশের উচ্ছেদ অভিযান পরিচালনা সংক্রান্ত তথ্য হলো বাসা-২৩৭/৬, সিএস/আরএস দাগ নিং-৮০৩/১৩৮১,১৩৮১ আহমেদনগর, মালিকের নাম- নাজমুল আহসান। স্মারক নং-২৫.৩৯.০০০০.০৯৯.৩২.৫৪.২৫.৭১ যার তারিখ ২ ফেব্রয়ারি চলতি বছর। প্লট-১০,১১,১২,১৩, ব্লক-সি, চিড়িয়াখানা রোড, সেকশন-১, মিরপুর হাউজিং, শাহআলি থানা, মিরপুর, ঢাকা। মালিক মোঃ আলাউদ্দিন। স্মারক নং-২৫.৩৯.০০০০.০৯৯.৩২.৩২৭.২৪.১১৮, তারিখ-৮ জুলাই ২৪। প্লট-১৫, ব্লক-এইচ, রোড-০৪, সেকশন-১, মিরপুর হাউজিং, শাহআলি থানা, মিরপুর, ঢাকা। রাজউকের উর্দ্ধতন কর্তৃপক্ষ ইমারত পরিদর্শক আলিনুর ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ ইমারত পরিদর্শক শরীফ হোসেসেন অনিয়মের সকল কর্মকান্ড এখন অপেন সিক্রেট। এই চক্রের বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো কাজের কাজে হয় না। রাজউক‘র অনিয়ম দুর্নীতির কারণে কর্মকাণ্ডের কারণে দিন দিন ঢাকা মহানগরীর ভবন নির্মাণের অবৈধ নির্মাণ প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। বসবাসের অযোগ্য হয়ে উঠেছে ঢাকান মহানগর। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের ইমারত পরিদর্শক আলিনুর আবুল কালাম আজাদ নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ব্যাংক হিসাবে রয়েছে কোটি কোটি টাকা। রাজধানী ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে হলে এখনি আলিনুর কালাম চক্রের বিরুদ্ধে কর্তৃপক্ষ এখনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রতিবেদনের প্রত্যাশা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজউক মহাখালী জোনের সীমাহীন দুর্নীতি, ইমারত পরিদর্শক আলিনুর ও আবুল কালাম’র সম্পদের পাহাড়

আপডেট: ০৭:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

এম এন আলী নাইম :
রাজউক মহাখালী জোনের সীমাহীন দুর্নীতি। ইমারত পরিদর্শক আলিনুর. আবুল কালাম আজাদসহ প্রায় শতাধিক কর্মচারি কর্মকর্তার সম্পদের পাহাড়। সেবা প্রত্যাশী বাড়ির মালিকগণ জিম্মি হয়ে পড়েছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মহাখালী জোন -৩/২ এর ইমারত পরিদর্শক আলিনুর. আবুল কালাম আজাদ চক্রের কাছে। এই পরিদর্শকদের মাধ্যমে গড়ে উঠা ২৪/২৫ জনের একটি সংঘবদ্ধ দল কারণে অকারণে বাড়ির মালিকদের বিরুদ্ধে চূড়ান্ত নোটিশ জারি করে। এতে থাকে বাড়ি ভাঙ্গার নির্দেশনা মুলক হুমকি। চক্রের মাধ্যমে নোটিশ বাড়ির মালিকের নিকট প্রেরণ করেন। ভয়ে বাড়ির মালিকগণ বাধ্য হয়ে ইমারত পরিদর্শকদের সোর্সের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে ম্যাসেজ করে। টাকা পেলে মৌখিকভাবে কিংবা চূড়ান্ত নোটিশের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। ইমারত পরিদর্শক আলিনুর একজন ছদ্দবেশি প্রতারক বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। বেষভুষায় নিজেকে সৎ হিসাবে উপস্থাপন করলেও প্রকৃত পক্ষে ঘুষ ছাড়া কোন প্রকার কাজ করেন না আলিনুর। পরিদর্শক আলিনুর আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে বাড়ির মালিকদের নিয়মিত চূড়ান্ত নোটিসের মাধ্যমে বাড়ি ভাঙার ভয় দেখিয়ে হয়রানি করেই আসছে। ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ মূলত আওয়ামী পরিবারের সন্তান। পরিদর্শক আলিনুর আবুল কালাম আজাদের নির্দেশে গড়ে উঠা চক্র বাড়ির মালিকদের চূড়ান্ত নোটিশ প্রেরণ করে, বাড়ির মালিকদের ভয় ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণ করে। আবুল কালাম আজাদ ও আলিনুরের কাছে চূড়ান্ত নোটিশের বিষয় জানতে চাইলে তারা এই বিষয়ে মন্তব্য করেননি, তবে প্রতিনিধিকে বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। সঠিক তথ্য না দেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বাড়ি নাম্বার -০৫.রোড নং -০৩.ব্লক -ই সেকশন -১ মিরপুর ঢাকা। বাড়ি নং -০৯. রোড নং -০৫. ব্লক.-ই সেকশন -১ মিরপুর ঢাকাসহ প্রায় আরো অর্ধশত চুড়ান্ত নোটিশের সন্ধান পাওয়াগেছে। কয়েকটি চুড়ান্ত নোটিশের উচ্ছেদ অভিযান পরিচালনা সংক্রান্ত তথ্য হলো বাসা-২৩৭/৬, সিএস/আরএস দাগ নিং-৮০৩/১৩৮১,১৩৮১ আহমেদনগর, মালিকের নাম- নাজমুল আহসান। স্মারক নং-২৫.৩৯.০০০০.০৯৯.৩২.৫৪.২৫.৭১ যার তারিখ ২ ফেব্রয়ারি চলতি বছর। প্লট-১০,১১,১২,১৩, ব্লক-সি, চিড়িয়াখানা রোড, সেকশন-১, মিরপুর হাউজিং, শাহআলি থানা, মিরপুর, ঢাকা। মালিক মোঃ আলাউদ্দিন। স্মারক নং-২৫.৩৯.০০০০.০৯৯.৩২.৩২৭.২৪.১১৮, তারিখ-৮ জুলাই ২৪। প্লট-১৫, ব্লক-এইচ, রোড-০৪, সেকশন-১, মিরপুর হাউজিং, শাহআলি থানা, মিরপুর, ঢাকা। রাজউকের উর্দ্ধতন কর্তৃপক্ষ ইমারত পরিদর্শক আলিনুর ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ ইমারত পরিদর্শক শরীফ হোসেসেন অনিয়মের সকল কর্মকান্ড এখন অপেন সিক্রেট। এই চক্রের বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো কাজের কাজে হয় না। রাজউক‘র অনিয়ম দুর্নীতির কারণে কর্মকাণ্ডের কারণে দিন দিন ঢাকা মহানগরীর ভবন নির্মাণের অবৈধ নির্মাণ প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। বসবাসের অযোগ্য হয়ে উঠেছে ঢাকান মহানগর। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের ইমারত পরিদর্শক আলিনুর আবুল কালাম আজাদ নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ব্যাংক হিসাবে রয়েছে কোটি কোটি টাকা। রাজধানী ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে হলে এখনি আলিনুর কালাম চক্রের বিরুদ্ধে কর্তৃপক্ষ এখনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রতিবেদনের প্রত্যাশা।