কেরাণীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল উদ্ধার
- আপডেট: ০৬:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকার কেরাণীগঞ্জে বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
রবিবার(৯ নভেম্বর) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানান।
তিনি জানান,এদিন সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার বাগবাড়ী রাজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির তিনতলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




















