শিরোনাম:
নোয়াখালীতে পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরানো হলো
- আপডেট: ০৮:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
রবিবার(৯ নভেম্বর) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এসআই (নিরস্ত্র) শ্রী রাম চন্দ্র ভট্টাচার্যকে এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি দেওয়া হয়েছে। এ উপলক্ষে তাকে র্যাংক ব্যাজ পরানো হয়।
র্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠানে নোয়াখালী জেলার মান্যবর পুলিশ সুপার মো.আব্দুল্লাহ্-আল-ফারুক উপস্থিত ছিলেন। তিনি পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




















