০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার

  • আপডেট: ১২:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

সুন্দরবনে তিন দিনের টানা অভিযানের পর নিখোঁজ এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,গত শনিবার(৮ নভেম্বর) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে একটি জালি বোটে যাত্রা শুরু করেন। দুপুর ১টার দিকে বোটটি ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় স্থানীয় বোটচালকদের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুইটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা তিন দিনের অনুসন্ধান শেষে সোমবার সকালে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মৃতদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার

আপডেট: ১২:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

সুন্দরবনে তিন দিনের টানা অভিযানের পর নিখোঁজ এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,গত শনিবার(৮ নভেম্বর) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে একটি জালি বোটে যাত্রা শুরু করেন। দুপুর ১টার দিকে বোটটি ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় স্থানীয় বোটচালকদের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুইটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা তিন দিনের অনুসন্ধান শেষে সোমবার সকালে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মৃতদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।