ডিএমপির উত্তরা বিভাগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৭:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের আয়োজনে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) উত্তরা পূর্ব থানার কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মহিদুল ইসলাম।
তিনি অক্টোবর মাসে বিভাগের সামগ্রিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় উত্তরা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত এবং জননিরাপত্তা জোরদারে করণীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও উত্তরা জোন) আহম্মদ আলী এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণখান জোন) আরিফুল ইসলাম। উত্তরা,বিমানবন্দর ও দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি),অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদারা কর্মকর্তারা অংশ নেন।
অক্টোবর মাসে উত্তরা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে ভালো ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন অফিসারকে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি মহিদুল ইসলাম তাদের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় উত্তরা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করা হয় এবং আসন্ন শীত মৌসুমে জননিরাপত্তা নিশ্চিত করতে টহল,গোয়েন্দা তৎপরতা ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।
চলতি মাসে অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য,অপরাধ দমন ও জনগণের আস্থা অর্জনে উত্তরা বিভাগের পুলিশ কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন ডিসি মহিদুল ইসলাম।



















