নোয়াখালীতে পুলিশের রাতভর চেকপোস্ট তদারকি
- আপডেট: ০১:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে রাতভর চেকপোস্ট তদারকি কার্যক্রম পরিচালিত হয়। সোমবার মধ্যরাতে জেলার বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত চেকপোস্টগুলো ঘুরে দেখেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন স্ব-স্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। এ সময় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সততাপেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান চলাকালে মোটরযানসন্দেহজনক ব্যক্তি ও মালামাল তল্লাশি করা হয়। জেলা পুলিশের কর্মকর্তারা জানান,অপরাধ দমন,মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ, এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কার্যক্রম নিয়মিতভাবে চলবে।
নোয়াখালী জেলা পুলিশ কর্তৃপক্ষ জানায়,নাগরিকদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।




















