১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে ধানের শীষের প্রার্থীকে বয়কট করে বিএনপির বিক্ষোভ

  • আপডেট: ১০:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’সহ দলটির কেন্দ্রীয় সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নোয়াখালী-০৫ আসনের ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলামকে জামায়াতের প্রোডাক্ট দাবি করে তাঁর মনোনয়ন প্রত্যাহারের দাবি মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা।

বুধবার (১২ নভেম্বর) রাতে নোয়াখালী-০৫ নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভুঁইয়ার হাটে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে রাস্তা ব্লক করে ফখরুলের বিরুদ্ধে স্লোগান দেয় বিএনপি নেতাকর্মীরা।

এসময় কবিরহাট উপজেলা সেচ্ছাসেবক দল নেতা ইমরান স্বপন, ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি নেতা কামরুল ইসলাম, ধানসিঁড়ি ইউনিয়ন যুবদল নেতা আলমগীর হোসেন, দুলাল, ধানসিঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আকবর হোসেন, ফরহাদ হোসেন, ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রদল নেতা দাউদ হাসান, তুষার’সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বিক্ষোভকারীরা বলেন, ধানের শীষের প্রার্থী হওয়ার মতো নোয়াখালী-০৫ আসনে যোগ্য অনেক নেতাই ছিলেন। কিন্তু দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে, সেই প্রার্থী মো. ফখরুল ইসলাম সরাসরি জামায়াত থেকে এসেছেন, তিনি জামায়াতের প্রোডাক্ট।

বিক্ষোভকারীরা আরও বলেন, ফখরুল ইসলাম ধানের শীষের মনোনয়ন পাওয়ার পরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’সহ দলটির কেন্দ্রীয় সিনিয়র নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।আমরা বিএনপির কর্মীরা বেঁচে থাকতে কোন জামায়াতের প্রোডাক্টকে ধানের শীষের প্রার্থী হিসেবে মেনে নিব না।

তারেক রহমান’সহ দলের সিনিয়র নেতাদের প্রতি আহবান জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, আপনারা মনোনয়ন দিয়েছেন, বলেছেন এটা প্রাথমিক মনোনয়ন। আমরা আপনাদের সেই ঘোষণাকে স্বাগতম জানিয়ে বলবো, যে ব্যক্তি বিগত আওয়ামী লীগ-ফ্যাসিবাদ সরকারের সঙ্গে আতাত করে আমাদের বাংলাদেশের ব্যাংক খাতকে দেওলিয়া করেছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এরকম একজন ব্যক্তিকে নোয়াখালী-৫ আসনে আমরা দেখতে চাই না। অবিলম্বে নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে দলের যোগ্য ও ত্যাগী নেতাকে মনোনয়ন প্রদানের দাবি জানাচ্ছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালীতে ধানের শীষের প্রার্থীকে বয়কট করে বিএনপির বিক্ষোভ

আপডেট: ১০:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’সহ দলটির কেন্দ্রীয় সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নোয়াখালী-০৫ আসনের ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলামকে জামায়াতের প্রোডাক্ট দাবি করে তাঁর মনোনয়ন প্রত্যাহারের দাবি মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা।

বুধবার (১২ নভেম্বর) রাতে নোয়াখালী-০৫ নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভুঁইয়ার হাটে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে রাস্তা ব্লক করে ফখরুলের বিরুদ্ধে স্লোগান দেয় বিএনপি নেতাকর্মীরা।

এসময় কবিরহাট উপজেলা সেচ্ছাসেবক দল নেতা ইমরান স্বপন, ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি নেতা কামরুল ইসলাম, ধানসিঁড়ি ইউনিয়ন যুবদল নেতা আলমগীর হোসেন, দুলাল, ধানসিঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আকবর হোসেন, ফরহাদ হোসেন, ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রদল নেতা দাউদ হাসান, তুষার’সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বিক্ষোভকারীরা বলেন, ধানের শীষের প্রার্থী হওয়ার মতো নোয়াখালী-০৫ আসনে যোগ্য অনেক নেতাই ছিলেন। কিন্তু দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে, সেই প্রার্থী মো. ফখরুল ইসলাম সরাসরি জামায়াত থেকে এসেছেন, তিনি জামায়াতের প্রোডাক্ট।

বিক্ষোভকারীরা আরও বলেন, ফখরুল ইসলাম ধানের শীষের মনোনয়ন পাওয়ার পরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’সহ দলটির কেন্দ্রীয় সিনিয়র নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।আমরা বিএনপির কর্মীরা বেঁচে থাকতে কোন জামায়াতের প্রোডাক্টকে ধানের শীষের প্রার্থী হিসেবে মেনে নিব না।

তারেক রহমান’সহ দলের সিনিয়র নেতাদের প্রতি আহবান জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, আপনারা মনোনয়ন দিয়েছেন, বলেছেন এটা প্রাথমিক মনোনয়ন। আমরা আপনাদের সেই ঘোষণাকে স্বাগতম জানিয়ে বলবো, যে ব্যক্তি বিগত আওয়ামী লীগ-ফ্যাসিবাদ সরকারের সঙ্গে আতাত করে আমাদের বাংলাদেশের ব্যাংক খাতকে দেওলিয়া করেছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এরকম একজন ব্যক্তিকে নোয়াখালী-৫ আসনে আমরা দেখতে চাই না। অবিলম্বে নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে দলের যোগ্য ও ত্যাগী নেতাকে মনোনয়ন প্রদানের দাবি জানাচ্ছি।