গ্রেফতারকৃত আসামি ছেড়ে দেওয়ায় বনানী থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে আদালতের আদেশ
- আপডেট: ০২:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জনশক্তি রফতানিকারকদের সংগঠন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)’র সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামকে মানবপাচারের মামলায় গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাসেল সরোয়ারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।
আদেশকালে আদালত উল্লেখ করেন,ওসি তার ক্ষমতার অপব্যবহার করে আসামিকে অবৈধভাবে ছেড়ে দিয়েছেন, যা দেশের বিচার ব্যবস্থায় ‘গুরুতর বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে’।
এদিন আদালতে তলবের পর ওসি রাসেল সরোয়ার উপস্থিত হয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং লিখিত ও মৌখিকভাবে দুঃখপ্রকাশ করেন।
এর আগে,বনানী থানায় দায়ের হওয়া মানবপাচার মামলায় মঙ্গলবার (১১ নভেম্বর) বিমানবন্দর এলাকা থেকে ফখরুল ইসলাম ও তার সহযোগী জসিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। ফখরুল ইসলামের বিরুদ্ধে মালয়েশিয়ায় লোক পাঠানোর নামে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়,আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো.রুবেল হোসেন গত মঙ্গলবার (৪ নভেম্বর) বনানী থানায় এই মানবপাচার এবং অর্থ আত্মসাতের মামলাটি দায়ের করেন। এজাহারে তিনি ফখরুল ইসলাম এবং তার সহযোগী জসিম উদ্দিনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ ও ২৮ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ এনেছেন।




















