১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে নাবালিকা ধর্ষণ: মামলার প্রধান আসামী রায়হান গ্রেফতার

  • আপডেট: ১১:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

লক্ষ্মীপুরের কমলনগর থানার নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামী ও ধর্ষক মো.রায়হানকে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন বিজবাগ ইউপি এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালীর আভিযানিক দল।

শনিবার(১৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কর্মকার।

র‍্যাব জানায়,নাবালিকা ভিকটিম মামলার বাদীনির মেয়ে। বাদীনি ও আসামীরা একই এলাকার বাসিন্দা। এজাহারনামীয় ২নং আসামীর স্বামী কর্মসূত্রে অন্যত্র অবস্থান করায় ২নং আসামীর অনুরোধে ভিকটিম বিগত ২/৩ মাস যাবত রাতের বেলায় তার বাসায় ঘুমায়। ঘটনার ২/৩ দিন পূর্ব হতে এজাহারনামীয় প্রধান আসামী মো.রায়হান (২০) এর সাথে ২নং আসামীর মোবাইল ফোনে কথা হতো এবং ২নং আসামীকে প্রভাবিত করে ভিকটিমকে ধর্ষণের পরিকল্পনা করে। ঘটনার দিন গত ২৭ অক্টোবর ভিকটিম প্রতিদিনের মতো ২নং আসামীর ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরে ২নং আসামীর সহায়তায় এজাহারনামীয় প্রধান আসামী মো. রায়হান ঘরে এসে অবস্থান করে এবং রাত অনুমান সাড়ে ৮ ঘটিকায় ভিকটিম মো.রায়হানকে দেখে ফেলে। তখন আসামী মো.রায়হান ভিকটিমের মুখ চেপে ধরে ঘটনাস্থল লক্ষ্মীপুর জেলার কমলনগর থানাধীন ৮নং চর কাদিরা ইউপির চরঠিকা আশ্রয়ন কলোনীর ২নং আসামীর বসত ঘরের টয়লেটের পাশের রুমের ভিতরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। বাদীর এরূপ এজাহারের প্রেক্ষিতে মামলাটি রুজু হয়। মামলা রুজুর পর হতে উক্ত আসামী পলাতক ছিল।

র‍্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে র‍্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালী এর চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন বিজবাগ ইউপির বালিয়াকান্দি এলাকা হতে এজাহারনামীয় প্রধান আসামী ও ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

লক্ষ্মীপুরে নাবালিকা ধর্ষণ: মামলার প্রধান আসামী রায়হান গ্রেফতার

আপডেট: ১১:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

লক্ষ্মীপুরের কমলনগর থানার নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামী ও ধর্ষক মো.রায়হানকে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন বিজবাগ ইউপি এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালীর আভিযানিক দল।

শনিবার(১৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কর্মকার।

র‍্যাব জানায়,নাবালিকা ভিকটিম মামলার বাদীনির মেয়ে। বাদীনি ও আসামীরা একই এলাকার বাসিন্দা। এজাহারনামীয় ২নং আসামীর স্বামী কর্মসূত্রে অন্যত্র অবস্থান করায় ২নং আসামীর অনুরোধে ভিকটিম বিগত ২/৩ মাস যাবত রাতের বেলায় তার বাসায় ঘুমায়। ঘটনার ২/৩ দিন পূর্ব হতে এজাহারনামীয় প্রধান আসামী মো.রায়হান (২০) এর সাথে ২নং আসামীর মোবাইল ফোনে কথা হতো এবং ২নং আসামীকে প্রভাবিত করে ভিকটিমকে ধর্ষণের পরিকল্পনা করে। ঘটনার দিন গত ২৭ অক্টোবর ভিকটিম প্রতিদিনের মতো ২নং আসামীর ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরে ২নং আসামীর সহায়তায় এজাহারনামীয় প্রধান আসামী মো. রায়হান ঘরে এসে অবস্থান করে এবং রাত অনুমান সাড়ে ৮ ঘটিকায় ভিকটিম মো.রায়হানকে দেখে ফেলে। তখন আসামী মো.রায়হান ভিকটিমের মুখ চেপে ধরে ঘটনাস্থল লক্ষ্মীপুর জেলার কমলনগর থানাধীন ৮নং চর কাদিরা ইউপির চরঠিকা আশ্রয়ন কলোনীর ২নং আসামীর বসত ঘরের টয়লেটের পাশের রুমের ভিতরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। বাদীর এরূপ এজাহারের প্রেক্ষিতে মামলাটি রুজু হয়। মামলা রুজুর পর হতে উক্ত আসামী পলাতক ছিল।

র‍্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে র‍্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালী এর চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন বিজবাগ ইউপির বালিয়াকান্দি এলাকা হতে এজাহারনামীয় প্রধান আসামী ও ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে।